এবার পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হবে প্রতীকী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2021, 05:45 pm
Last modified: 29 March, 2021, 05:51 pm
'মঙ্গল শোভাযাত্রা ঘরে বসে উপভোগের লক্ষ্যে এ বছর টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে।'

করোনাভাইরাস বাস্তবতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন সীমিত পরিসরে করা হবে। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ 'মঙ্গল শোভাযাত্রা' করা হবে প্রতীকী। ১০০ জনের অংশগ্রহণে সেটি শুধুই চারুকলা অনুষদ চত্বরে সীমাবদ্ধ থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতীকী মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।

আজ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'সভায় কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠানে জনসমাগম এড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় এবং সশরীরে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।'

'সভায় জানানো হয়, মঙ্গল শোভাযাত্রা ঘরে বসে উপভোগের লক্ষ্যে এ বছর টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে।'

'বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা বা ভ্রাম্যমাণ দোকান না বসানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়,' বলেও উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মঙ্গল শোভাযাত্রা। ফাইল ছবি: সংগৃহীত

ওই ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, সিনেট-সিন্ডিকেট সদস্য এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা সংযুক্ত ছিলেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.