এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পণ্য পৌঁছাবে ইভ্যালি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2021, 01:20 pm
Last modified: 26 January, 2021, 01:48 pm
ডায়াপার, কেবল, স্টেশনারি আইটেমের মতো ২ শতাধিক পণ্য দিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে পণ্যের পরিসর আরও বাড়াবে প্রতিষ্ঠানটি।

কারখানা থেকে উৎপাদিত পণ্য সরাসরি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে 'এসএমই ডিল' (SME deal)  নিয়ে এসেছে ইভ্যালি। সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইভ্যালির কমার্সিয়াল হেড সাজ্জাদ আলম বলেন, "আমরা আজ (সোমবার) থেকে 'এসএমই ডিল' নামে নতুন এই অধ্যায়ের সূচনা করছি। এটা মূলত পাইকারি পণ্য ক্রয়ের একটি আয়োজন। ক্ষুদ্র এবং মাঝারি মানের ব্যবসায়ী বা পাইকারি ও খুচরা বিক্রেতারা এখান থেকে পণ্য ক্রয় করতে পারবে।"

তবে এসব পণ্য ক্রয়ের ক্ষেত্রে লট ধরে অথবা বড় পরিমাণের অর্ডার গ্রহণ করবে ইভ্যালি। এখান থেকে ২০ বা ৩০ হাজার টাকার পণ্য একসাথে কিনতে হবে। এই আয়োজনটি মূলত ব্যবসায়ীদের জন্য।
 
তিনি আরও বলেন, "পাইলট প্রকল্প হিসেবে আপাতত ৩০ জন বিক্রেতার কাছ থেকে পণ্য নিয়ে যাত্রা শুরু করছি। আজ (সোমবার) রাত ১০টার পর থেকে প্রথম দুই ঘণ্টা স্পেশাল অফারে পণ্য বিক্রি হবে। এরপর থেকে রেগুলার শপ হিসেবে বিবেচিত হবে 'এসএমই ডিল'।"

এটুআই প্রোগ্রামের রুরাল ইকমার্স লিড রেজওয়ানুল হক জামি বলেন, 'একশপের (ekShop) অধীনে তিন থেকে চার হাজারের মতো উদ্যোক্তা যুক্ত আছেন, তাদের আমরা ইভ্যালির সাথে জুড়ে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছি। এর ফলে সারা দেশে বিসিক সহ অন্যান্য স্থানে যে উদ্যোক্তারা আছেন, তারা সহজেই এসএমই খাতের ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারবেন।'

এতে করে মধ্যসত্ত্বভোগীদের মধ্যে হাত বদল হবে না এবং তাতে করে এসএমই ব্যবসায়ীরা কম দামে ভালো মানের পণ্য পাবেন বলে মনে করেন ইভ্যালির এক্সিকিউটিভ ডিরেক্টর (স্ট্রেটেজি অ্যান্ড ইমপ্লিমেনটেশন) এহসান সারওয়ার চৌধুরী।

তিনি বলেন, 'আমরা কম দামে (ডিসকাউন্টে) গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতদিন বিভিন্ন অফারের মধ্যে লক্ষ্য করেছি, আমাদের থেকে অনেক ব্যবসায়ী কম দামে বেশি পরিমাণে পণ্য কিনে ব্যবসা করছেন। তাতে তারা লাভবানও হচ্ছেন।' 

"তাদের বিষয়টি মাথায় নিয়ে ইভ্যালি এবার 'এসএমই ডিল' নিয়ে এলো। বেশি পরিমাণে পন্য এক জায়গায় সরবারহ করার ফলে আমাদেরও খরচ কমে আসবে। আশা করছি সঠিক সময়ে পণ্য পৌঁছানোতে সমস্যা হবে না।"

উল্লেখ্য, ইভ্যালি 'এসএমই ডিলে'র  মাধ্যমে ছোট-বড় কারখানায় উৎপাদিত পণ্য পাইকারি বাজারে বিক্রি করবে। ডায়াপার, কেবল, স্টেশনারি আইটেমের মতো ২ শতাধিক পণ্য দিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে পণ্যের পরিসর আরও বাড়াবে প্রতিষ্ঠানটি।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.