ঈদের দিনে মৃত্যু কমে দাঁড়াল ২৬ জনে, ৫২ দিনে সর্বনিম্ন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2021, 04:40 pm
Last modified: 14 May, 2021, 05:14 pm
গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৮ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে 

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ২৬ জন, যা ৫২ দিনের মধ্যে সর্বনিম্ন।  

এর আগে গত ২৩ মার্চ দেশে ১৮ জনের মৃত্যুর কথা জানানো হয়, মূলত তারপরই প্রাণঘাতী ব্যাধিটির কবলে মৃত্যুর মিছিল বাড়তেই থাকে। 

গেল ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে আরও ৮৪৮ জন, ফলে মোট কেস সংখ্যা ৭,৭৯,৫৩৫- এ উন্নীত হয়।

একইসময়ে, মৃত্যুহার ছিল ১.৫৫ শতাংশ এবং পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ১০.৮২ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত গণমাধ্যম বিবৃতিতে জানানো হয়। 

গেল দিনের ভিকটিমদের মধ্যে ১৯ জন পুরুষ ও বাকি ৭ জন নারী। তারা সকলেই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মৃতদের ৯ জন ছিলেন ঢাকা বিভাগের এবং ৭ জন চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া, রংপুর ও খুলনা বিভাগের তিনজন করে মারা যান। রাজশাহী ও সিলেট বিভাগ থেকে ছিলেন দুই জন করে।  

গত ২৪ ঘণ্টায় ৮৫২ জন রোগীকে কোভিডমুক্ত ঘোষণা করা হয়, ফলে সেরে ওঠার হার দাঁড়ায় ৯২.৪২ শতাংশে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত করা হয়, তারপর প্রথম মৃত্যুর সংবাদ জানানো হয় ১৮ মার্চ। 

আজ শুক্রবার (১৪ মে) গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী ভারতে মোট ৩,৪৩,১৪৪ জন আক্রান্তকে শনাক্ত করা হয়, ফলে দেশটির মোট সংক্রমণ ২ কোটি ৪০ লাখ ছাড়াল। একইসময় মারা গেছে ৪,০০০ জনের বেশি, ফলে ২,৬২,৩১৭-তে উন্নীত হয় মৃতের সংখ্যা।   

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড অনুসারে, দেশটির মোট সংক্রমণ সংখ্যা ২,৪০,৪৬,৮০৯। সক্রিয় সংক্রমণ সংখ্যা এখন ৩৭,১০,৫২৫টি। 

আন্তর্জাতিক তথ্য-পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার অনুসারে কোভিড-১৯ এপর্যন্ত বিশ্বজুড়ে ৩৩,৬০,৩৩৮টি জীবন কেড়ে নিয়েছে, আর আক্রান্ত করেছে ১৬,১৮,৮৯,০১৪ জনকে। 

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.