আরও ৪ জনের প্রাণ কেড়ে নিল কোভিড-১৯
গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যুর কারণ হয়েছে কোভিড-১৯। যা আজ রোববার (১১ নভেম্বর) সকাল আটটা পর্যন্ত হিসাব করা হয়েছে।
এ সময়ে, সাড়াদেশে ১৯ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনকে পজিটিভ শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.১৪ শতাংশ।
এর আগে গত শনিবার ৬ জনের মৃত্যু ও ১৫১ জনকে শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আজকের প্রকাশিত তথ্যে মৃত্যু কমলেও, শনাক্তের সংখ্যা বেড়েছে।
সর্বশেষ সংখ্যা যোগ হওয়ার ফলে এপর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৯২২ জনের প্রাণ কেড়ে নিল মরণব্যাধী কোভিড। আর মহামারি শুরুর পর থেকে মোট শনাক্তদের সংখ্যা বেড়ে দাড়াল ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে।
আজ দিনে যাদের মৃত্যুর কথা জানানো হয়, তাদের তিনজন মারা গেছেন ঢাকায় আর একজন চট্টগ্রাম বিভাগে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ২১২ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেরে ওঠার এই হার ৯৭.৭১ শতাংশ।
এপর্যন্ত কোভিড-১৯ জনিত কারণে মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৭৩ জন পুরুষ ও নারী ছিলেন ১০ হাজার ৪৯ জন।
গত বছরের মার্চে দেশের প্রথম কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানায় কর্তৃপক্ষ। আর প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ওই মাসের ১৮ তারিখে।