আবরার হত্যা: ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2019, 01:30 pm
Last modified: 13 November, 2019, 02:40 pm
খুনিরা ছাত্রসংগঠনের অভ্যন্তরে ছাত্র ছদ্মবেশে ছিল বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার...

বুয়েটের আবরার হত্যা মামলার অভিযোগপত্র তৈরি শেষ করেছে ঢাকা মহানগর পুলিশ। ছাত্রলীগের ২৫ জনকে আসামি করে তৈরি এই অভিযোগপত্র আজ বুধবার আদালতে দাখিল করা হয়েছে ।

বুধবার (১৩ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার মনিরুল ইসলাম। 

অভিযুক্ত ২৫ জনের মধ্যে মামলার এজাহারভুক্ত ১৯ জনের নাম আছে বলে জানান তিনি। 

অভিযুক্তরা ছাত্রসংগঠনের হলেও তাদের আচরণ ছাত্রদের মতো ছিল না বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।    

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিরোধিতা করে ৫ অক্টোবর শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। এর জের ধরে ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের সদস্য ও নেতা-কর্মীরা, সেখানে নির্মমভাবে পেটায় তারা আবরারকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ইতিমধ্যে পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে। ১৩ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.