আজ শুরু এসএসসি
দীর্ঘ প্রায় নয় মাস পর আজ রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
মহামারির অভিঘাতে দেড় বছর পর এটাই প্রথম পাবলিক পরীক্ষা।
দেড় ঘণ্টা করে প্রতিটি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে।
প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত নেওয়া হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা।
কর্তৃপক্ষের মতে, এ বছর মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসতে নিবন্ধন করেছে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য গ্রুপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে না।
এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র তিনটি নির্বাচিত বিষয়ে এবং সংক্ষিপ্ত সিলেবাসে।
বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুসারে, বিজ্ঞান গ্রুপের এসএসসি পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে ৩২ নাম্বারের পরীক্ষায় বসবে। বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা বসবে ৪৫ নাম্বারের পরীক্ষায়।
কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সরকারকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দিতে হয়।
মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর এ বছরের ১২ সেপ্টেম্বর দেশের সব স্কুল ও কলেজ খুলে দেওয়া হয়।