আগামীকাল থেকে মাঠে নামছে বিএনপি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2021, 03:55 pm
Last modified: 24 November, 2021, 04:04 pm
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামছে।

বুধবার ২৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৫ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২৮ তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে।

৩০ নভেম্বর তারিখে বিএনপির বিভাগীয় সমাবেশ।

১ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে।

৩ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে সারাদেশে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

৪ ডিসেম্বর জাতীয়তাবাদী মহিলা দল ঢাকাসহ সারাদেশে মৌন মিছিল করবে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, "সমস্ত কর্মসূচি ম্যাডামের স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভর করছে। এই কর্মসূচি পরিবর্তন হতে পারে।"

খালেদা জিয়া ইস্যুতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "আমরা কোনো হঠকারী কর্মসূচির মধ্যে যেতে চাই না।"

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে 'খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার' দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে এগারটায় ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপি নেতা আবু আশফাক, দেওয়ান সালাউদ্দিন, নিপুন রায় চৌধুরী সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬ দিন আগেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।

তার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।    

এছাড়া, তিনি গুরুতর কার্ডিয়াক এবং কিডনি সমস্যায় ভুগছেন বলে জানান তারা। এমনকি তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। 

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.