আইডিয়া পিঠা পার্কের অন্যরকম সংগ্রাম | The Business Standard
Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • চাকরি
  • অন্যান্য
  • English
The Business Standard বাংলা
tbs
THURSDAY, APRIL 22, 2021
THURSDAY, APRIL 22, 2021
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • চাকরি
  • অন্যান্য
  • English
আইডিয়া পিঠা পার্কের অন্যরকম সংগ্রাম

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
19 January, 2021, 11:25 am
Last modified: 19 January, 2021, 03:18 pm

Related News

  • একবছর পর সচল হতে শুরু করেছে যশোরের অর্থনীতি 
  • বসন্তবরণ ও ভালোবাসা দিবস একসঙ্গে, ফুল চাষিদের মুখে হাসি
  • যশোরে বর্জ্য ব্যবস্থাপনা থেকে উৎপাদিত হচ্ছে সার বায়োগ্যাস ও বিদ্যুৎ
  • সাক্ষাৎকারে যবিপ্রবি ভিসি: পরীক্ষা নিতে না পারলে সেশনজট দীর্ঘস্থায়ী হবে
  • বেনাপোল কাস্টমসে ৫ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

আইডিয়া পিঠা পার্কের অন্যরকম সংগ্রাম

শক্তিশালী বিপণন কৌশল আর কর্পোরেটের ছোঁয়া আমাদের খাদ্যাভ্যাসে এনে দিয়েছে পরিবর্তন। আমরা হারাতে বসেছি বাংলার বৈচিত্র্যময় পিঠার সম্ভার। অথচ যথাযথ উদ্যোগ নেয়া গেলে পিঠাই হতে পারে আমাদের অর্থনীতির আরেকটি প্রাণশক্তি।
যশোর প্রতিনিধি
19 January, 2021, 11:25 am
Last modified: 19 January, 2021, 03:18 pm
আমাদের রয়েছে পুলি, পাকান, লবঙ্গ লতিকা, হৃদয় হরনের মতো পিঠার অনন্য খাদ্য সম্ভার । ছবি- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

অন্যরকম এক সংগ্রামে নেমেছে আইডিয়া পিঠা পার্ক। এই সংগ্রাম দেশীয় ঐতিহ্যের পিঠার সম্ভার ফিরিয়ে আনার। শুধু ফিরিয়ে আনাই নয়; নতুন প্রজন্মের সঙ্গে এর পরিচয় ঘটিয়ে 'বিদেশি ফাস্টফুড'কে হটিয়ে দেয়ারও স্বপ্ন তাদের। আর এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছে একঝাঁক স্বপ্নবাজ তরুণ। এখানে কলেজ শিক্ষার্থীদের বিকল্প উপার্জনের পাশাপাশি লভ্যাংশের পুরোটা দিয়েই চলছে নানান সামাজিক কাজ। তাই প্রতিষ্ঠার দু'বছরের মধ্যেই ব্যতিক্রমী এক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে আইডিয়া পিঠা পার্ক। 

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আইডিয়া পিঠা পার্ক যাত্রা শুরু করেছিল ২০১৭ সালের ৯ নভেম্বর। প্রতিষ্ঠার পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি ভিন্ন আয়োজনের এই প্রতিষ্ঠানটিকে। যশোরের খড়কী শাহ্ আব্দুল করিম রোডে আইডিয়া পিঠা পার্কে গিয়ে দেখা যায় অন্যরকম এক পরিবেশ। শহরের কোলাহলমুক্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশের মাঝে এদেশের হারিয়ে যাওয়া পিঠার স্বাদ নিচ্ছেন সাধারণ মানুষ। শীতকালে মানুষ বেশি পিঠা খেতে আসেন।

আইডিয়া পিঠা পার্কে রয়েছে ১০১ রকম পিঠার সম্ভার। যা দেখে চমকিত হবেন যে কেউ। যেসব পিঠায় দাদী-নানীদের স্পর্শ ছিলো কিন্তু সময়ের ব্যবধানে শহুরে জীবনের যান্ত্রিকতায় তা হারিয়ে যেতে বসেছে, সেইসব পিঠা যেন একত্রিত হয়ে নতুন প্রাণ পেয়েছে এখানে।

ব্যক্তিবিশেষের পছন্দ অনুযায়ী ঝাল-মিষ্টি হরেক রকম পিঠার মিলন মেলা আইডিয়া পিঠা পার্কে।

এখানে এখন নিরলস পরিশ্রম করছেন ৪৩ জন স্বেচ্ছাসেবী। যারা সবাই কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই এক ঝাঁক আলোকিত উদ্যোক্তা প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করছেন পিঠাশিল্প রক্ষার্থে। 

পিঠা তৈরি ও বিপননের সঙ্গে যারা জড়িত তারা কেউ নির্দিষ্ট অংকে কোনো বেতন পায় না। বিক্রির লভ্যাংশ থেকে ৬৫% তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যেমন পিঠা বিক্রয় থেকে (২০১৯-২০২০) লাভ হয়েছে ৪,৯২,১১৪ টাকা। 

পিঠা বিক্রির এ লাভ থেকেই ৬৫% দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। লভ্যাংশ থেকে শিক্ষার্থীদের ভাগ দেওয়ার বিষয়টি এই বিবেচনায় নির্ধারিত হয়েছে যে, শিক্ষার্থীদের জন্য কোনো বেতনের ব্যবস্থা রাখা হয় নাই। আইডিয়ার বাকি ৩৫% লভ্যাংশ ব্যবহার করা হয় সমাজ কল্যাণ কার্যক্রমে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে দুস্থ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ। এর বাইরে মসজিদ ও রমযান মাসকে ঘিরেও নানা কার্যক্রম থাকে আইডিয়ার।

পিঠা পার্ক পরিচালনায় এর সদস্যরাও বিভিন্ন সময়ে অর্থ সহায়তা দেন। 

এখানে পিঠা কিনতে আসা শহরের শংকরপুর এলাকার গৃহবধূ ইয়াসমিন আক্তার জানান, ঘরোয়া আয়োজনে অতিথি আপ্যায়নে তিনি পিঠা কিনতে এসেছেন। এর আগেও এখান থেকে পিঠা কিনেছেন। ফাস্ট ফুডের পরিবর্তে পিঠা-পায়েসে অতিথিরা খুবই খুশি হন। এছাড়া পরিবারের সদস্যরা খুব মজা করে এই পিঠা খান। 

'হৃদয় হরণ' ও 'ভাপা পিঠা' খেতে খেতে কথা হয় প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার স্বপ্নদ্রষ্টা যশোর সরকারি এম এম কলেজ'র সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের সাথে। তিনি জানালেন শূন্য হতে যাত্রা শুরু করা আইডিয়া পিঠা পার্কের ঊষালগ্নের প্রতিবন্ধকতার কথা, আজকের পর্যায়ে পৌঁছানোর কথা, আগামী পরিকল্পনার কথা। 

হামিদুল হক শাহীনের মতে, "আজকের জনপ্রিয় পিৎজা কোনো নিক্তিতেই এ দেশের মাংস-ছিটা রুটির চেয়ে এগিয়ে ছিল না। যদিও শক্তিশালী মার্কেটিং আর কর্পোরেটের ছোঁয়া আমাদের খাদ্যাভ্যাসে এনে দিয়েছে পরিবর্তন। আমরা হারাতে বসেছি বাংলার বৈচিত্র্যময় পিঠার সম্ভার। অথচ যথাযথ উদ্যোগ নেয়া গেলে আজ ফাস্টফুডের নামে শীতল বাতাসে বসে নিম্নমানের বিদেশী খাবার খাওয়া লাগতো না। পিঠা হতে পারতো আপ্যায়নের অনন্য উপকরণ। আজ যদি মানুষ শীতল বাতাসে বসে আয়োজন করে শীতপ্রধান দেশের বার্গার খেতে পারে তাহলে কেন ঠান্ডায় জমে যাওয়া মানুষেরা আমাদের ভাপা পিঠা খাবে না? কেন আমাদের পুলি, পাকান, লবঙ্গ লতিকা, হৃদয় হরন, ছিটারুটি মাংসের স্বাদ বিশ্ব পাবে না? পিঠার মতো এমন অনন্য খাদ্য সম্ভার যে আমাদের রয়েছে, যথাযথ উদ্যোগ নিতে পারলে পিঠাই হতে পারে আমাদের অর্থনীতির আরেকটি প্রাণশক্তি।"

কথা হয় আইডিয়া পিঠা পার্কের কো-অর্ডিনেটর সোমা খানের সাথে। তিনি জানালেন তাদের স্বপ্ন ও পরিকল্পনার কথা। সোমার মতে, বিপণন ও যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব কাটিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বদরবারে আলোড়ন সৃষ্টি করতে পারে বাংলার পিঠা। 

সোমা খান আরো বললেন, একদিন আইডিয়া পিঠা পার্ক থেকে সৃষ্টি হবে লাখো মানুষের কর্মসংস্থান। এদেশের পাটিসাপটা, পাকান, পুলি, ভাপা, চিতই পিঠাসহ বাংলার সব মুখরোচক পিঠার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যদিও তারা জানেন এ প্রকল্প বাস্তবায়ন করা সহজ হবে না। তারপরও তাদের স্বপ্ন ফাস্টফুডের দোকানগুলোর শোকেস ভরে উঠবে দেশীয় পিঠার সম্ভারে। এলাকার বাসিন্দা আরাফাত সেতু জানান, আইডিয়া পিঠাপার্কের কারণে তাদের এলাকায় বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসেন। বিশেষ করে শীতকালে এখানে ভিড় বেশি থাকে। তাদের পিঠার স্বাদও ভালো।

Related Topics

টপ নিউজ

পিঠা / বাংলার পিঠা / যশোর / আইডিয়া পিঠা পার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঁশখালীতে ‘শ্রমিকরাই শ্রমিকদের গুলি করে হত্যা করেছে’: পুলিশ
  • ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় ভূগর্ভস্থ রেলের প্রস্তাব
  • গভীর সমুদ্রবন্দর থেকে পায়রা এখন শুধু সমুদ্রবন্দর
  • বিমান আকৃতির ব্যাগের দাম আসল বিমানের চেয়েও বেশি!
  • রিফাত সুলতানা: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে করোনার বলি যে মা
  • স্পুটনিক ফাইভ: রাশিয়ার ভ্যাকসিন যেভাবে ইউরোপের রাজনীতিতে ভাঙন সৃষ্টি করেছে

Related News

  • একবছর পর সচল হতে শুরু করেছে যশোরের অর্থনীতি 
  • বসন্তবরণ ও ভালোবাসা দিবস একসঙ্গে, ফুল চাষিদের মুখে হাসি
  • যশোরে বর্জ্য ব্যবস্থাপনা থেকে উৎপাদিত হচ্ছে সার বায়োগ্যাস ও বিদ্যুৎ
  • সাক্ষাৎকারে যবিপ্রবি ভিসি: পরীক্ষা নিতে না পারলে সেশনজট দীর্ঘস্থায়ী হবে
  • বেনাপোল কাস্টমসে ৫ মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা

Most Read

1
বাংলাদেশ

বাঁশখালীতে ‘শ্রমিকরাই শ্রমিকদের গুলি করে হত্যা করেছে’: পুলিশ

2
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় ভূগর্ভস্থ রেলের প্রস্তাব

3
অর্থনীতি

গভীর সমুদ্রবন্দর থেকে পায়রা এখন শুধু সমুদ্রবন্দর

4
অফবিট

বিমান আকৃতির ব্যাগের দাম আসল বিমানের চেয়েও বেশি!

5
ফিচার

রিফাত সুলতানা: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে করোনার বলি যে মা

6
আন্তর্জাতিক

স্পুটনিক ফাইভ: রাশিয়ার ভ্যাকসিন যেভাবে ইউরোপের রাজনীতিতে ভাঙন সৃষ্টি করেছে

The Business Standard
Top
  • মূলপাতা
  • অর্থনীতি

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2020 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab