জলবায়ু পরিবর্তন থেকে সায়েন্স ফিকশন! এ বছর বিল গেটসের পছন্দের তালিকায় যেসব বই

ফিচার

টিবিএস রিপোর্ট
07 June, 2022, 03:30 pm
Last modified: 07 June, 2022, 03:49 pm
বেশ কয়েকবছর ধরে প্রতি গ্রীষ্মে তার পছন্দের কিছু বইয়ের তালিকা প্রকাশ করে আসছেন বিল গেটস। সেইসাথে তার ব্লগ গেটসনোটসে বইগুলোর রিভিউও দেন তিনি।

গতকাল (৬ জুন) নিজের বার্ষিক গ্রীষ্মকালীন বইয়ের তালিকা প্রকাশ করেছেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তার ব্লগে লিখেন, এ বছর তার বাছাইকৃত পাঁচটি বইয়ে 'লিঙ্গ সমতা, পলিটিকাল পোলারাইজেশন, জলবায়ু পরিবর্তন, এবং জীবন যে কখনো মানুষের ধারণা অনুযায়ী চলে না' এসব বিষয় উঠে এসেছে।

বেশ কয়েকবছর ধরে প্রতি গ্রীষ্মে তার পছন্দের কিছু বইয়ের তালিকা প্রকাশ করে আসছেন বিল গেটস। সেইসাথে তার ব্লগ 'গেটসনোটস' এ বইগুলোর রিভিউও দেন তিনি।

এ বছর তার উল্লেখিত ৫টি বইয়ের মধ্যে ৩টির লেখক ঔপন্যাসিক, একটির লেখক একজন বিজ্ঞানী এবং আরেকটির লেখক একজন সাংবাদিক।

"পাঁচজন লেখকই বেশকিছু ভারী বিষয়কে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন," বলেন বিল গেটস।

তালিকায় প্রথমেই রয়েছে নাওমি অল্ডারম্যান এর লেখা বই দ্য পাওয়ার

ছবি- গেটসনোটস

মেয়ে জেনিফার গেটসের পরামর্শে এই বইটি তিনি পড়েন বলে জানান গেটস। কেমন হবে যদি বিশ্বের সব নারী তাদের দেহে মরণঘাতি ইলেকট্রিক শক তৈরি করতে পারে? ফিকশনাল এই বইতে এমনই এক পৃথিবী দেখানো হয়েছে।

"এখনো যে অনেক নারী অপব্যবহার ও অবিচারের সম্মুখীন হন তার একটি পরিস্কার ও শক্তিশালী দৃষ্টিভঙ্গি অর্জন করতে আমাকে সাহায্য করেছে এই বই," বলেন তিনি।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এজরা ক্লেইনের লেখা হোয়াই উইআর পোলারাইজড

ছবি- গেটসনোটস

আমেরিকার পোলারাইজেশন নিয়ে লেখা এই বইটি রাজনীতির পাশাপাশি মানুষের মনস্তাত্ত্বিক দিক নিয়েও ধারণা দেয়, বলে উল্লেখ করেন বিল গেটস।

তৃতীয় বইটি হলো এমোর টোলস এর লেখা দ্য লিংকন হাইওয়ে

এর আগে ২০১৯ সালে বিল গেটসের পছন্দের বইয়ের তালিকায় ছিল একই লেখকের আ জেন্টলম্যান ইন মস্কো বইটি।

ছবি- গেটসনোটস

লিংকন হাইওয়ের প্লট ১৯৫৪ সালের। উপন্যাসের গল্পে উঠে এসেছে দুই ভাইয়ের কথা যারা তাদের মাকে খুঁজতে নেব্রাস্কা থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার চেষ্টা করছে।

"টোলসের এই বইতে বোঝানো হয়েছে আমাদের ব্যক্তিগত সফর কখনোই সরলরৈখিক বা অনুমানযোগ্য নয়," বলেন গেটস।

চতুর্থ অবস্থানে থাকা বইটি কিম স্ট্যানলি রবিনসনের লেখা দ্য মিনিস্ট্রি ফর দ্য ফিউচার

ছবি- গেটসনোটস

"গত বছর যখন আমি যখন জলবায়ু পরিবর্তনের উপর লেখা আমার বইটির প্রচারে নামি সেসময় অনেকেই আমাকে এই বইটি পড়ার পরামর্শ দেন। তারা বলেন, আমি যেসব বিষয়ে লিখেছি সে বিষয়গুলোই এই বইতে অনেক নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে।"

তিনি আরো বলেন, "এটি একটি দুর্দান্ত বই। এটি এতই জটিল যে এর সারমর্ম বলা কঠিন।"

সর্বশেষ যে বইটি নিয়ে বিল গেটস লিখেছেন তা হলো ভাস্লাভ স্মিলের লেখা হাউ দ্য ওয়ার্ল্ড রিয়েলি ওয়ার্ক্স

ছবি- গেটসনোটস

বিল গেটস তার বিভিন্ন ইন্টারভিউ এবং ব্লগে ভাস্লাভ স্মিলের কথা উল্লেখ করেছেন। তার প্রিয় লেখকদের মধ্যে একজন স্মিল।

সবধরনের পাঠকের জন্য লেখা এই বইটি নিয়ে বিল গেটস বলেন, "মানুষের জীবন গঠনকারী বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনার এই বইটি পড়া উচিত।"

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.