ছবির গল্পে বিশ্বজুড়ে ঈদুল ফিতরের উৎসব
বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বের নানান সংস্কৃতির মুসলমান এই উৎসব উদযাপনে যোগ দিয়েছে। নানান দেশের নানান রঙের ছোঁয়ায় চলে ঈদ আয়োজন।

তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়ার সামনে ঈদুল ফিতরের প্রথম দিনে ঈদ জামাত আদায় করছেন মুসল্লিরা। ছবি: ইমরাহ গুরেল/ এপি ফটো
মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর দিগন্তে এসেছে খুশির ঈদ। বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বের নানান সংস্কৃতির মুসলমান এই উৎসব উদযাপনে যোগ দিয়েছে। নানান দেশের নানান রঙের ছোঁয়ায় চলে ঈদ আয়োজন।
গতকাল সোমবার (২ মে) সৌদি আরবসহ বিশ্বের নানান প্রান্তে ঈদুল ফিতর পালিত হয়। বাংলাদেশসহ আরও কিছু মুসলিম প্রধান দেশে ঈদ আজ মঙ্গলবার (৩ মে) পালিত হচ্ছে।
নিচে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের ঈদ উদযাপনের এমন কিছু ছবিই তুলে ধরা গেল।

মিশরের কায়রোর বিখ্যাত আল-আজহার মসজিদের সামনে ঈদুল ফিতরের জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ছবি: মোহামেদ আবদ এল-ঘানি/ রয়টার্স

শিশুদের আনন্দ-উচ্ছ্বাসই যেন ঈদের সমার্থক। সৌদি আরবের রাজধানী রিয়াদে ঈদুল ফিতরের জামাতের আগে কিং আবদুল আজিজ মসজিদের সামনে খেলছিল এই শিশুর দল। ছবি: আহমেদ ইয়োসরি/ রয়টার্স

পাকিস্তানের পেশোয়ারে ঈদের জামাতের আগে সকালে এক বিশেষ শোকরানা নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: আবদিল মাজিদ/ এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ফাউন্ডেশন অব ইসলামিক সেন্টারের মসজিদের সামনে ঈদের নামাজের পর একসাথে ছবি তুলছেন এ তরুণীরা। ছবি: জ্যাক টেইলর/ এএফপি

ইন্দোনেশিয়ার সুরাবায়ায় ঈদের নামাজ আদায় করছেন মুসলিম নারীরা। ছবি: জুনি ক্রিসওয়ান্টো/ এএফপি

দক্ষিণ আফ্রিকায় ঈদ জামাতের পর এই কন্যা শিশুরা তাদের নির্মল হাসি ছড়িয়ে দিচ্ছে। ছবি:এএফপি

জর্ডানের রাজধানী আম্মানে ঈদ উপলক্ষে সবার মধ্যে চকলেট-মিষ্টান্ন বিলিয়ে দিচ্ছে এই মেয়েটি। ছবি: শিনহুয়া

ফিলিস্তিনিরাও ঈদ উৎসবে যোগ দিয়েছেন। জেরুজালেমের পুরোনো নগরীর দামাস্কাস ফটকের সামনে কয়েকজন বেলুন বিক্রেতাকে পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষা করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স