Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা
tbs
MONDAY, AUGUST 15, 2022
MONDAY, AUGUST 15, 2022
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
ফরাসি বিপ্লবে ভূমিকা রেখেছিলেন যে বাঙালি ক্রীতদাস

ফিচার

টিবিএস ডেস্ক
01 February, 2022, 07:10 pm
Last modified: 01 February, 2022, 09:28 pm

Related News

  • যাদের শ্রমে গড়ে উঠেছিল হোয়াইট হাউজ, সেই দাস শ্রমিকদের কাহিনী সন্ধান করছেন ইতিহাসবিদরা
  • রেমব্রাঁ: দাসত্বের সঙ্গে কী সম্পর্ক ছিল জগদ্বিখ্যাত এ চিত্রশিল্পীর?
  • ১৪ আগস্ট জিন্নাহর প্রস্তুতি থেকে ১৫ আগস্ট নেহরুর ভাষণ: ১৯৪৭ সালের সংবাদপত্রে ইতিহাসের দলিল

ফরাসি বিপ্লবে ভূমিকা রেখেছিলেন যে বাঙালি ক্রীতদাস

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু জেমোরকে ক্রীতদাস হিসেবে ১৭৬৬ সালে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। নিজের মালিকের বিরুদ্ধে এই যুবকের জবানবন্দী পরবর্তীতে ভূমিকা রাখে সতেরশো শতকের ফরাসি বিপ্লবে।
টিবিএস ডেস্ক
01 February, 2022, 07:10 pm
Last modified: 01 February, 2022, 09:28 pm
লুই-বেনওয়া জেমোর/ ছবি- গেট বেঙ্গল

ফ্রান্সের বাস্তিল দুর্গ, ইতিহাসের ভয়ঙ্কর সেই ফরাসি কারাগার যেখান থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। ১৭৮৯ সালে এই দুর্গের পতনের মাধ্যমেই ঘটে ফরাসি বিপ্লব। তবে, ফরাসি বিপ্লবের সঙ্গে বাংলার কী সম্পর্ক? এর উত্তর পেতে হলে জানতে হবে লুই-বেনওয়া জেমোর নামক একজন ক্রীতদাসের ইতিহাস।

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রাম বন্দরের রাজনৈতিক দায়িত্ব পায়, সেসময়ই চট্টগ্রাম থেকে শিশু বয়সী জামোরকে ক্রীতদাস হিসেবে অপহরণ করে ইংরেজ দাস ব্যবসায়ীরা। ১৭৬০ এর দশকে উপমহাদেশের অন্যতম সেরা বাণিজ্য বন্দর ছিল চট্টগ্রাম। এ অঞ্চলে ইংরেজদের নিয়মিত যাতায়াত থাকায় সেসময় ক্রীতদাস কেনা-বেচা বা অপহরণও ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।

যদিও জামোরকে অপহরণের সঠিক সময় জানা যায়নি, ধারণা করা হয় ১৭৬৬ সালে ফ্রান্সে নেওয়ার আগে তাকে পর্তুগিজ ও স্প্যানিশ দাস ব্যবসায়ীদের হাতেও পড়তে হয়েছে। জেমোরকে মাদাম ডু ব্যারির কাছে হস্তান্তর করেন রিশেলুর ডিউক লুই ফ্রাঁসোয়া আরমান্ড। অনেকের মতেই জেমোর তখন ছিল ৭ বছরের একজন বালক।

বাস্তিল বিক্ষোভ/ ছবি- হালটন আর্কাইভ

১৭৭০ সালে ফ্রান্সের নটর-ডেম দে ভার্সাই গির্জায় জেমোরকে খ্রীষ্টধর্ম গ্রহণ করানো হয়। এসময় তার গডমাদারের ভূমিকা পালন করেন মাদাম ডু ব্যারি নিজেই। তার গডফাদারের ভূমিকায় ছিলেন লুই ফ্রাঁসোয়া জোসেফ ডি বোরবন। এখানেই তার নামকরণ করা হয় লুই-বেনওয়া জেমোর।

তবে, ক্রীতদাস হিসেবে ফ্রান্সে আনা হলেও মাদাম ডু ব্যারির পরিবারে শিশুটিকে ক্রীতদাস হিসেবে নিযুক্ত করা হয়নি। তাকে মূলত একটি খেলনা হিসেবে ব্যবহার করতেন ডু ব্যারি। রাজপ্রাসাদের সবারই ঠাট্টা উপহাসের আনুষাঙ্গিক হিসেবে ব্যবহার করা হতো তাকে। দুর্গের সকলের দ্বারাই অবিরাম উপহাস এবং অপমানের স্বীকার হন জেমোর।

অপমানজনক এই ঘটনাগুলোই তার পরবর্তী জীবনদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহিত্য ও দর্শনের প্রতি জামোরের গভীর আগ্রহ, জ্ঞানের জন্য তার তৃষ্ণা এবং মানুষের সমতা নিয়ে ভাবনা থেকেই ফরাসি বিপ্লবে অংশ নেন ২৭ বছর বয়সী জেমোর। জাঁ-জ্যাক রুশোর দর্শনে গভীরভাবে অনুপ্রাণিত জেমোর বিপ্লবে জ্যাকোবিয়ানদের পক্ষ নিয়েছিলেন।

ক্রীতদাস নেওয়ার জাহাজ/ ছবি- গেট বেঙ্গল

ডু ব্যারির বিলাসবহুল জীবনযাত্রাকে ঘৃণা করতেন তিনি। নিজের হারানো গয়না পুনরুদ্ধারের জন্যে ডু ব্যারির বারবার ইংল্যান্ড সফরের প্রতিবাদও করেছিলেন জেমোর। অবশেষে ফ্রান্সের কমিটি অব পাবলিক সেফটিতে কর্মসংস্থানের মাধ্যমে নিজের মর্যাদা নিশ্চিত করেন জেমোর। এমনকি পরবর্তীতে রেভলিউশনারি সার্ভেইলেন্স কমিটির সেক্রেটারিও নির্বাচিত হন তিনি।

কমিটি অব পাবলিক সেফটির একজনতথ্যদাতা হিসেবে ১৭৯২ সালে মাদাম ডু ব্যারিকে গ্রেপ্তার করাতে সফল হন জেমোর। তবে সে যাত্রায় নিজেকে জেল থেকে মুক্ত করে জেমোরকে চাকরিচ্যুত করেন ডু ব্যারি। এতে ক্ষান্ত হননি জেমোরও। ডু ব্যারির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ এনে শেষমেশ তার গ্রেপ্তার, বিচার ও মৃত্যুদণ্ডে ভূমিকা রাখেন জেমোর। মালিকের বিরুদ্ধে দেওয়া জেমোরের জবানবন্দি মূলত সতেরশো শতকের ফরাসি বিপ্লবের আদর্শকেই তুলে ধরে।

১৭৯৩ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত ফরাসি রাজা লুই (১৫) এর শেষ উপপত্নী, মাদাম ডু ব্যারিকে বন্দী করা হয়।

মাদাম ডু ব্যারির সাথে জেমোর / ফ্রাঁসোয়া-হুবার্ট

ডু ব্যারির ট্রায়ালের সময়ই জেমোরের আসল পরিচয় সামনে আসে। সেই ট্রাইব্যুনালের কাগজপত্রে লুই-বেনওয়া জেমোরকে বাংলায় জন্মগ্রহণকারী হিসেবে উল্লেখ করা হয়। তার আফ্রিকান বংশোদ্ভূত সম্পর্কে দীর্ঘ ভুল ধারণা ভাঙে এর মাধ্যমেই।

তবে, কমিটি অব পাবলিক সেফটির একজন তথ্যদাতা হওয়া সত্ত্বেও, গিরোন্ডিনরা তাকে ডু ব্যারির সহযোগী হিসেবে সন্দেহ করে। জেমোরের বাড়ি অনুসন্ধান করে কিছু বই, রুশোর কিছু লেখা ও ফরাসি বিপ্লবের সবচেয়ে প্রভাবশালী দুই নেতা জাঁ-পল মারাট এবং ম্যাক্সিমিলিয়েন রোবেসপিয়েরের প্রতিকৃতি ছাড়া কিছুই পায়নি তারা। কোনো প্রমাণাদি না পাওয়া সত্ত্বেও ছয় সপ্তাহ কারাভোগ করতে হয় জেমোরকে।

কারাগার থেকে মুক্তির পরপরই ফ্রান্স ত্যাগ করেন তিনি। তবে, ১৮১৫ সালে নেপোলিয়নের পতনের পর আবারও তিনি প্যারিসে ফিরে আসেন। একটি স্থানীয় স্কুলের শিক্ষক হিসেবে প্যারিসের ল্যাটিন কোয়ার্টারে তার বাড়িতে জীবনের শেষ দিনগুলো কাটান জেমোর।

দারিদ্র্যের শিকার জেমোর ১৮২০ সালের ৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। প্যারিসেই একটি নামহীন কবরে সমাহিত করা হয় এই বাঙালিকে, যিনি আর কখনোই বাড়ি ফেরেন নি।

  • সূত্র- গেট বেঙ্গল 

Related Topics

টপ নিউজ

ফরাসি বিপ্লব / ইংরেজ শাসনের অবসান / রেভলিউশন / দাসপ্রথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিদেশি মদের আমদানি নিয়ন্ত্রণ করায় বেড়েছে কেরুর চাহিদা 
  • প্যাসিফিক জিন্সের কারখানায় চালু হলো ৩.৫ মেগাওয়াটের সোলার পাওয়ার প্লান্ট 
  • সিঙ্গাপুরের আদলে ‘নাইট সাফারি পার্ক’ হচ্ছে চট্টগ্রামে
  • আনোয়ার গ্রুপ অর্থনীতিতে এই চাপের সময়েও ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করছে
  • বদলে গেছে কান, পুতিন কি তার বডি ডাবল ব্যবহার করছেন!
  • সোলার মার্কেটের জালিয়াতি যেভাবে নবায়নযোগ্য শক্তির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে

Related News

  • যাদের শ্রমে গড়ে উঠেছিল হোয়াইট হাউজ, সেই দাস শ্রমিকদের কাহিনী সন্ধান করছেন ইতিহাসবিদরা
  • রেমব্রাঁ: দাসত্বের সঙ্গে কী সম্পর্ক ছিল জগদ্বিখ্যাত এ চিত্রশিল্পীর?
  • ১৪ আগস্ট জিন্নাহর প্রস্তুতি থেকে ১৫ আগস্ট নেহরুর ভাষণ: ১৯৪৭ সালের সংবাদপত্রে ইতিহাসের দলিল

Most Read

1
অর্থনীতি

বিদেশি মদের আমদানি নিয়ন্ত্রণ করায় বেড়েছে কেরুর চাহিদা 

2
বাংলাদেশ

প্যাসিফিক জিন্সের কারখানায় চালু হলো ৩.৫ মেগাওয়াটের সোলার পাওয়ার প্লান্ট 

3
বাংলাদেশ

সিঙ্গাপুরের আদলে ‘নাইট সাফারি পার্ক’ হচ্ছে চট্টগ্রামে

4
অর্থনীতি

আনোয়ার গ্রুপ অর্থনীতিতে এই চাপের সময়েও ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করছে

5
আন্তর্জাতিক

বদলে গেছে কান, পুতিন কি তার বডি ডাবল ব্যবহার করছেন!

6
ফিচার

সোলার মার্কেটের জালিয়াতি যেভাবে নবায়নযোগ্য শক্তির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab