বিশ্বজুড়ে মহামারিকালের ঈদের ছবি

ফিচার

টিবিএস ডেস্ক
25 May, 2020, 02:05 pm
Last modified: 25 May, 2020, 02:44 pm
বিশ্ব মহামারির কালে এবারের ঈদটা একেবারেই ভিন্ন। অচেনা এক ‘বিচ্ছিন্নতার’ আবহ মেনে পালন করতে হচ্ছে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজনের সঙ্গে একত্রিত হওয়ার সবচেয়ে বড় উৎসবকে।

রমজানের সিয়াম সাধনার শেষে বিশ্বজুড়ে ঈদুল ফিতর পালন করছেন মুসলিম সম্প্রদায়। গতকাল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উৎসব শুরু হয়, আর আজ হচ্ছে বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশে।

বিশ্ব মহামারির কালে এবারের ঈদটা একেবারেই ভিন্ন। অচেনা এক 'বিচ্ছিন্নতার' আবহ মেনে পালন করতে হচ্ছে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজনের সঙ্গে একত্রিত হওয়ার সবচেয়ে বড় উৎসবকে। 

অথচ ঈদ মানেই সম্প্রীতির বার্তা, কুশল বিনিময়, কোলাকুলি আর উৎসব। সবকিছুই বন্ধ থাকছে মহামারির বিস্তার থেকে নিকটজনকে সুরক্ষিত রাখার চেষ্টায়। তবুও, ঈদের আমেজ এরমধ্যেই যতটুকু অনুভব করা যায় তা করছেন বিশ্বের নানা দেশের মুসলিম সম্প্রদায়। নিজ নিজ দেশের সরকারি বিধিনিষেধের মধ্য দিয়েই পালিত তাদের ঈদ উদযাপন কিছু ছবিতে দেখে নেওয়া যাক। 

ঈদের আগের দিন খেলাধুলায় মত্ত সিরিয়ার মারিত মিস্রিন এলাকার বাস্তুচ্যুত শিশুর দল।
ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি মসজিদে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায়ের চিত্র।
ইরানের রাজধানী তেহরানে সুরক্ষা মাস্ক পড়ে মসজিদের বাইরে নামাজ আদায়রত মুসল্লিরা।
কসোভোর রাজধানী প্রিস্টিনার প্রধান মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজে অংশ নেন শীর্ষ ইমামেরা। .
ঈদের দিন আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে দোলনায় চড়েছে একদল শিশু।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের লাকিম্বা মসজিদ কর্তৃপক্ষ ঈদের নামাজ লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতের ইয়াকানিয়াহ মসজিদে সামাজিক দূরত্ব মেনে ও মুখে সুরক্ষা মাস্ক পড়ে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.