ছবির গল্প: ইভ আর্নল্ডের ক্যামেরায় অদেখা মনরো ও অন্যান্য মুখ

ফিচার

টিবিএস ডেস্ক
14 March, 2021, 05:40 pm
Last modified: 14 March, 2021, 06:40 pm
আমেরিকান ফটোসাংবাদিক ইভ আর্নল্ডের তোলা অসংখ্য ছবি থেকে বাছাইকৃত ১৫টি নিয়ে এক সেট পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি।

প্রখ্যাত আমেরিকান ফটোসাংবাদিক ইভ আর্নল্ডের তোলা অসংখ্য ছবি থেকে বাছাইকৃত ১৫টি নিয়ে এক সেট পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে রয়েছে অকালপ্রয়াত হলিউড তারকা মেরিলিন মনরোর দুটি অদেখা বা আগে না দেখা ছবিও।

ছবি দুটি ১৯৬১ সালের চলচ্চিত্র 'দ্য মিসফিটস'-এর সেটে তোলা।

ইভ আর্নল্ড। ছবি: জেন বাউন/দ্য অবজারভার; ১৯৯৭

ইভ আর্নল্ডের জন্ম ১৯১২ সালের ২১ এপ্রিল, যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ার ফিলাডেলফিয়ায়। ১৯৫১ সালে তিনি বিখ্যাত ম্যাগনাম ফটোজ এজেন্সিতে যোগ দেন। এই এজেন্সিতে যোগ দেওয়া প্রথম নারী তিনি। ১৯৫৭ সালে এজেন্সিটির একজন পূর্ণকালীন সদস্য হন ইভ।

২০১২ সালের ৪ জানুয়ারি ৯৯ বছর বয়সে তিনি মারা যান।

প্রিয় পাঠক, আসুন, ছবি থেকে পোস্টার হওয়া ইভের ১৫টি ছবি থেকে নির্বাচিত ৮টি দেখা যাক:

১৯৭৯; চীন: ইনার মঙ্গোলিয়া অঞ্চলে ঘোড়াকে প্রশিক্ষণ দিচ্ছেন এক তরুণী মিলিশিয়া। ছবি: ইভ আর্নল্ড

১৯৬১; যুক্তরাষ্ট্র: নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়ামে কয়েকজন কৃষাঙ্গ মুসলমান শিশু, কৃষ্ণাঙ্গদের ইতিহাসের পাঠ নেওয়ার একটি মুহূর্তে। ছবি: ইভ আর্নল্ড

১৯৬০; যুক্তরাষ্ট্র: নেভাডা ডিজার্টে 'দ্য মিসফিটস' চলচ্চিত্রের সেটে মেরিলিন মনরো। অভিনেতা ক্লার্ক গেবলের সঙ্গে জটিল একটি দৃশ্যের শুটিংয়ের আগ মুহূর্তে আপনমনে সংলাপ মনে রাখার চেষ্টা করছেন তিনি। চলচ্চিত্রটি পরের বছর মুক্তি পায়। ছবি: ইভ আর্নল্ড

১৯৬০; যুক্তরাষ্ট্র: 'দ্য মিসফিটস'-এর সেটে শুটিংয়ের ফাঁকে মেরিলিন মনরো। ছবি: ইভ আর্নল্ড

১৯৫৮; যুক্তরাষ্ট্র: একটি নাগরিক অধিকার আন্দোলন চলাকালে ভার্জিনিয়ায় এক ইন্টিগ্রেশন ডিনার পার্টিতে অংশগ্রহণের আগ মুহূর্তে মেকআপ করছে এক কৃষাঙ্গ বালিকা ও এক শ্বেতাঙ্গ বালিকা। ছবি: ইভ আর্নল্ড

১৯৫৫; যুক্তরাষ্ট্র: নিউইয়র্কের লং আইল্যান্ডের মাউন্ট সিনাইয়ে মেরিলিন মনরো। ছবি: ইভ আর্নল্ড

১৯৫৪; কিউবা: রাজধানী হাভানার এক বিশেষ পল্লিতে জনৈক নারী বারটেন্ডার। ছবি: ইভ আর্নল্ড/ম্যাগনাম ফটোজ

১৯৬০; যুক্তরাষ্ট্র: নেভাডায় নিজের গাড়িতে বসে 'দ্য মিসফিটস'-এর স্ক্রিপ্ট পড়ছেন মেরিলিন মনরো। ছবিটি এর আগে কখনো দেখা যায়নি। ছবি: ইভ আর্নল্ড
  • সূত্র: দ্য গার্ডিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.