সেনাবাহিনীতে ৮৪০ জনের চাকরির সুযোগ

চাকরি

টিবিএস ক্যারিয়ার ডেস্ক
06 January, 2021, 12:20 pm
Last modified: 10 January, 2021, 12:58 am

বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে ৮৪০ জনকে নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদগুলো হলো-
ক। ষ্টোর কিপার ১টি
খ। ফার্মাসিষ্ট ১টি
গ। ল্যাবরেটরি এ্যাসিসট্যান্ট ৩টি 
ঘ। ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট ১টি 
ঙ। সিকিউরিটি ইন্সপেক্টর ৭টি 
চ। উচ্চমান করণিক ১০টি
ছ। হেড মেকানিক ৩টি
জ। ড্রাফটসম্যান ৩টি 
ঝ। হিসাব রক্ষক ১টি 
ঞ। মিল্ক রেকর্ডার ১টি 
ট। বয়লার অপারেটর ২টি
ঠ। সহকারী সুপারভাইজার ১টি 
ড। কেমিষ্ট ১টি 
ঢ। ড্রাইভার রিকোভারী ১টি 
ণ। সহিষ ২টি
ত। কার্পেন্টার ১৬টি 
থ। ফিটার ৩টি 
দ। ষ্টোরম্যান ৩৪টি 
ধ। নিরাপত্তা প্রহরী ৬৫টি
ন। বুক বাইন্ডার ১টি
প। গ্রাউন্ডসম্যান ১টি 
ফ। ভিউয়ার ১টি 
ব। ইনসেমিনেটর ১টি
ভ। ফায়ার কু ২টি 
ম। পেইন্টার ৯টি 
য। ওয়ার্ডবয় ৩৩টি 
র। আয়া ১৫টি
ল। টিনস্মীথ ৯টি 
শ। জিসি'স অর্ডারলী ২০টি
ষ। মিল্ক রুম কুলি ১টি 
স। ইলেকট্রিশিয়ান ৯টি
হ। হসপিটাল অর্ডারলী ১টি 
ড়। বারবার ৫টি 
ঢু। প্যাকার ১২টি 
য়। মিল্ক ডেলিভারীম্যান ১টি
কক। আপহােলস্টার ১টি 
খখ। ফায়ারম্যান ২৯টি 
গগ। ইউএসএম ১৪০টি 
ঘঘ। গােয়ালা ২টি
ঙঙ। ইলেক্ট এমভী (এসএস-২) ১টি 
চচ। সার্চার ২টি 
ছছ। মালী ১৯টি 
জজ। টানার ১টি
ঝঝ। বাবুর্চি/এনসি (ইউ) বাবুর্চি ৪৬টি
ঞঞ। পাম্প ড্রাইভার ২টি 
টট। প্লান্ট অপারেটর ১টি 
ঠঠ। ওয়াসারম্যান/ধােপা ১০টি
উড। টেইলার (ইউ)/টেইলার ১২টি 
ঢট। ফটোকপি অপারেটর ১টি 
গণ। ব্রিক লেয়ার ১টি
তত। ব্লাকস্মীথ ২টি
থথ। অফিস সহায়ক/বার্তাবাহক ৩৬টি 
দদ। এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর ৪টি
ধধ। ইএন্ডবিআর/এনসি (ইউ) ইএন্ডবিআর ৯টি 
নন। পরিচ্ছন্নতা কর্মী/এনসি (ইউ) পরিচ্ছন্নতা কর্মী ৭২টি
পপ। ভেটেরিনারী ফিল্ড এ্যাসিসট্যান্ট (ভিএফএ) ৮টি 
ফফ। সহকারী বাবুর্চি/এনসি (ইউ) সহকারী বাবুর্চি ১৬টি
বব। এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর (এএমআই) ১টি 
ভভ। মেসওয়েটার/এনসি (ইউ) মেসওয়েটার ৪২টি
মম। সিভিল মেকানিক্যাল ড্রাইভার/সিএমডি/ড্রাইভার/ড্রাইভার এমটি ২২টি 
যয। ফার্ম লেবার (কাফ এ্যাটেনডেন্ট/কাল্টিভেশন/পরিচ্ছন্নতা কর্মী/ডেইরী পরিচ্ছন্নতা কর্মী) ১০টি 
রর। অফিস করণিক/অফিস করণিক কাম টাইপিষ্ট/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭৩টি

পদগুলোতে ৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য, আবেদন ফরম www.army.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.