কোহলিকে ছাড়িয়ে বাবরের রেকর্ড 

খেলা

টিবিএস ডেস্ক
29 June, 2022, 09:45 pm
Last modified: 29 June, 2022, 09:51 pm
রেকর্ডটি লম্বা সময় ধরে দখলে রেখেছিলেন কোহলি। বুধবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন বাবর।

একটা সময়ে গিয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর আজম; এভাবে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। এর মধ্যেই কোহলির কিছু রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তানের অধিনায়ক, কিছু রেকর্ডে ছাড়িয়ে গেছেন কোহলিকে। এবার ভারতীয় ব্যাটিং সেনসেশনের আরেকটি রেকর্ড ভাঙলেন বাবর। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি গড়েছেন তিনি। 

রেকর্ডটি লম্বা সময় ধরে দখলে রেখেছিলেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক এক হাজার ১৩ দিন ধরে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। বুধবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেন বাবর। বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এর মধ্য দিয়ে কোহলিকে ছাড়িয়ে যান পাকিস্তান অধিনায়ক। 

২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় কোহলির। চার বছর পর (২০১৪ সালে) প্রথমবারের মতো টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর শীর্ষে ওঠা কোহলি সর্বশেষ শীর্ষে ছিলেন ২০১৭ সালের ৭ নভেম্বর। সেই কোহলি এখন সেরা দশেও নেই। সর্বশেষ র‌্যাঙ্কিং হালনাগাদে ২১ নম্বরে নেমে গেছেন তিনি। অবশ্য না খেলার কারণেও প্রভাব পড়েছে, সর্বশেষ দুটি সিরিজে খেলেননি তিনি। 

কোহলির ছয় বছর পর (২০১৬ সালে) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাবরের। এই ফরম্যাটে র‌্যাঙ্কিং সেরা হতে বেশি সময় নেননি তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেন তিনি। এরপর বিভিন্ন সময়ে শীর্ষস্থানে থাকেন তিনি। পরে টানা প্রায় দুই বছর শীর্ষস্থানে থেকে তাকে সরাতে পারেনি কেউ। 

২০২০ সালের সেপ্টেম্বরে এসে শীর্ষস্থান হারাতে হয় বাবরকে। তাকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয় সেরা হন ইংল্যান্ডের দাভিদ মালান। লম্বা সময় ধরে র‌্যাঙ্কিংয়ের চূড়া দখলে রাখেন তিনি। গত বছরের নভেম্বরে এসে মালানকে সরিয়ে সিংহাসন পুনরুদ্ধার করেন বাবর। এরপর থেকে এখনও শীর্ষে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। ৭৯৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন বাবরেরই জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.