আন্তর্জাতিক ক্রিকেট থেকে পোলার্ডের আচমকা অবসর

খেলা

টিবিএস ডেস্ক
21 April, 2022, 01:00 am
Last modified: 21 April, 2022, 10:02 am
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু পোলার্ডের। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টির দলের নেতৃত্বভার তার কাঁধে। তার নেতৃত্বে নিশ্চয়ই ভবিষ্যত পরিকল্পনাও সাজানো ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু এরই মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন কাইরন পোলার্ড। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় এই অভিজ্ঞ অলরাউন্ডার। 

আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভারতীয় টি-টোয়েন্টি লিগে খেলছেন। এই লিগ চলাকালীনই অবসরের ঘোষণা দিয়ে দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওবার্তায় পোলার্ড জানান, অনেক ভেবে-চিন্তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

ভিডিও বার্তায় পোলার্ড বলেছেন, 'সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করার পর আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আরও অনেক তরুণের মতো আমারও ১০ বছর বয়স থেকেই ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল। টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে প্রায় ১৫ বছর ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।'

অভিষেকের স্মৃতির কথা জানিয়ে পোলার্ড বলেন, 'আমার ছেলেবেলার নায়ক, ব্রায়ান লারার নেতৃত্বে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেকের কথা এখনও স্পষ্ট মনে আছে। মেরুন রঙের জার্সি পরা এবং গ্রেটদের সঙ্গে খেলা আমার জন্য ছিল বিশেষ কিছু। ক্রিকেটকে কখনোই আমি হাল্কাভাবে নিইনি, সেটা হোক বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং।'

সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ভালো সময় যাচ্ছে না। ফলে অধিনায়ক হিসেবে একটা চাপ পোলার্ডের ওপর ছিলই। সঙ্গে তার পারফম্যান্স নিয়েও ছিল সমালোচনা। এর মধ্যেই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে নিলেন পোলার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মতো দারুণ অভিজ্ঞতার পাশাপাশি অপূর্ণতাও আছে তার। লম্বা ক্যারিয়ারে কখনও টেস্ট খেলা হয়নি তার। 

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু পোলার্ডের। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়। অভিষেকের পর ক্যারিবীয়দের হয়ে ১২৩ ওয়ানডে ও ১০১ টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরিসহ ২৬.০১ গড়ে ২ হাজার ৭০৬ রান করেছেন তিনি, উইকেট নিয়েছেন ৫৫টি। 

টি-টোয়েন্টিতে ৬টি হাফ সেঞ্চুরিসহ ২৫.৩০ গড়ে ১ হাজার ৫৬৯ রানের পাশাপাশি ৪২ উইকেট আছে পোলার্ডের নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬ ছক্কার মারার কীর্তি আছে তার দখলে।      

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.