আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের শ্রেণিতে সাকিব-মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2022, 01:45 pm
Last modified: 22 January, 2022, 01:48 pm
আইপিএলের মেগা নিলামে ৩১৮ জন বিদেশি ও ৮৯৬ জন ভারতীয় ক্রিকেটার নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি ৫৯ জন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। ২ কোটি রুপির শ্রেণিতে সাকিব-মুস্তাফিজসহ আছেন ৪৯ জন ক্রিকেটার।

চার বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সর্বশেষ হয়েছিল ২০১৮ সালে। এবারের মেগা নিলাম আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। নিলামে নিবন্ধন করেছেন ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। বাংলাদেশের ৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। 

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) শ্রেণিতে আছেন। এই দুই ক্রিকেটারের নামই কেবল জানানো হয়েছে। বাংলাদেশের বাকি সাতজন ক্রিকেটার কারা, সেটা প্রকাশ করা হয়নি।  

মেগা নিলামে ৩১৮ জন বিদেশি ও ৮৯৬ জন ভারতীয় ক্রিকেটার নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি ৫৯ জন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। ২ কোটি রুপির শ্রেণিতে সাকিব-মুস্তাফিজসহ আছেন ৪৯ জন ক্রিকেটার। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি, মুস্তাফিজ ছিলেন এক কোটি রুপির শ্রেণিতে। 

আইপিএলের এবারের নিলামে নেই টি-টোয়েন্টির ফেরিওয়ালা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল। নিবন্ধন করেননি ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, জো রুট এবং জফরা আর্চার। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের নামও নেই।

২ কোটি ভিত্তিমূল্যের শ্রেণিতে আছেন যারা: ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা, মুজিব-উর-রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাঙ্গে, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, ওডেন স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, শিখর ধাওয়ান, যুসবেন্দ্র চাহাল, শ্রেয়াশ আইয়ার, দীনেশ কার্তিক, ইশান কিশান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাডিকাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বতি রাইডু, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা, উমেশ যাদব, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

১ কোটি ৫০ লাখ ভিত্তিমূল্যের শ্রেণিতে আছেন যারা: ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, ক্রিস লিন, ডেভিড মালান, জিমি নিশাম, অ্যারন ফিঞ্চ, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও ওয়াশিংটন সুন্দর।

১ কোটি ভিত্তিমূল্যের শ্রেণিতে আছেন যারা: জেমস ফকনার, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, মোহাম্মদ নবী, রাইলি মেরেডিথ, তাবরাইজ শামসি, জশ ফিলিপ, ডি আর্কি শর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ওলি পোপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ভানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডুসেন, রস্টন চেজ, শেরফান রাদারফোর্ড, পিযূষ চাওলা, কেদার যাদব, প্রসিধ কৃষ্ণ, থাঙ্গারাসা নাটারাজন, মনিষ পান্ডে, অজিঙ্কা রাহানে, নীতিশ রানা, ঋদ্ধিমান সাহা, কুলদীপ যাদব ও জয়ন্ত যাদব।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.