বিএসপিএ’র বর্ষসেরা ইমরানুর, সেরা ক্রিকেটার শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
21 April, 2024, 09:45 pm
Last modified: 22 April, 2024, 02:53 pm
বর্ষসেরা ফুটবলার হয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জেতেন জাতীয় দলের ব্যাটার ফারজানা হক পিঙ্কি। এ ছাড়া অন্যান্য খেলাসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠা হওয়ার দুই বছর পর (১৯৬৪) থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরষ্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ রোববার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কার তুলে দিয়েছে সংগঠনটি।

দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান বর্ষসেরার পুরস্কার 'স্পোর্টস পারসন অব দ্য ইয়ার' জিতেছেন। দর্শকের ভোটে পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্ষসেরা ফুটবলার হয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জেতেন জাতীয় দলের ব্যাটার ফারজানা হক পিঙ্কি। এ ছাড়া অন্যান্য খেলাসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

ইমরানুরের সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে ছিলেন শান্ত ও রাকিব। এ দুজনকে পেছনে ফেলে সেরা হন দেশের এই দ্রুততম মানব। গত বছরটা দারুণ কাটে তার। কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ইমরানুর। বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে নিজের হিটে প্রথম হয়ে মূল পর্বে জায়গা করে নেন তিনি। 

থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে খেলেন সেমি-ফাইনালে। এ ছাড়া হাঙ্গেরিতে বিশ্ব অ্যাথলেটিকসের প্রিলিতে নিজের হিটে প্রথম হয়ে মূল পর্বে খেলেন ইমরানুর। অলিম্পিককে লক্ষ্য বানানো এই ক্রীড়াবিদ সবার কাছে দোয়া চেয়ে বললেন, 'সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিক ও দক্ষিণ এশিয়ান গেমস আছে, সেখানে ভালো কিছু করতে চাই।'

দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জেতা মোরসালিন পেছনে ফেলেন শান্ত, পিঙ্কি ও ইমরানুরকে। কয়েকজন তারকাকে পেছনে ফেলে অবাকই হয়েছেন তিনি। তরুণ এই ফরোয়ার্ড বলেন, 'ব্যক্তিগত লক্ষ্য, আপাতত বসুন্ধরা কিংসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। জাতীয় দলেও খেলছি। জাতীয় দলকে এগিয়ে নিতে চাই। শান্ত-পিংকি-ইমরানুর; এদেরকে পেছনে ফেলে এটা জেতায় একটু অবাকই হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ।'

পুরস্কার পেলেন যারা:

স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), রানার্সআপ- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিঙ্কি, বর্ষসেরা ফুটবলার- রাকিব হোসেন, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- ইমরানুর রহমান, বর্ষসেরা বক্সার- সেলিম হোসেন, বর্ষসেরা শুটার- কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দলগত সাফল্য- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয়, বর্ষসেরা কোচ- আলফাজ আহমেদ, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব- মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন), বর্ষসেরা সংগঠক- হাবিবুর রহমান (কাবাডি) ও বিশেষ সম্মাননা- মনজুর হোসেন মালু।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.