বাংলাদেশের চাওয়া খুশিতে থাকুক সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 March, 2024, 02:30 pm
Last modified: 29 March, 2024, 02:47 pm
একদিন আগে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়া সাকিবের দ্বিতীয় টেস্ট খেলা নিশ্চিত। তার ফেরা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশকে। সিলেট টেস্টে বাজেভাবে হারের পরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নাজমুল হোসেন শান্তর দল। 

চোখের সমস্যা কাটিয়ে উঠতে না পারায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলা হয়নি সাকিব আল হাসানের। দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাকে ছাড়াই পরিকল্পনা করে রেখেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের পর বিপিএল দিয়ে মাঠে ফেরা অভিজ্ঞ এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার লিগে খেলে সাচ্ছন্দ্যবোধ করেছেন, তাই চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

দ্বিতীয় টেস্ট খেলার ইচ্ছার কথা জানানোর পর তাকে রেখেই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন আগে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়া সাকিবের খেলাও নিশ্চিত। তার ফেরা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশকে। সিলেট টেস্টে বাজেভাবে হারের পরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নাজমুল হোসেন শান্তর দল। 

সাকিবের কারণে দলের চেহারা পাল্টে যায়, এমন মন্তব্য নিক পোথাসের। চান্দিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকান এই কোচের মতে, তার মতো ক্রিকেটার যেকোনো দলেই থাকা মানে তারা ভাগ্যবান। সাকিবকে নিয়ে বাংলাদেশও তাই মনে করে, একই সঙ্গে হাসিখুশি সাকিবকে দেখতে চায় বাংলাদেশ।

সাকিবের অভিজ্ঞতা, শক্তিমত্তা দ্রুত দলের মধ্যে ছড়িয়ে পড়ে বলে মনে করেন পোথাস। দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাকিবকে নিয়ে তিনি বলেন, 'সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, দলকে অনেক কিছু দেয়।'

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পান সাকিব, খেলা হয়নি শেষ ম্যাচ। চোটের সঙ্গে চোখের সমস্যাও ভোগায় তাকে। কেবল বিশ্ব আসরের ওই ম্যাচটিই নয়, নভেম্বরের পরে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচই খেলা হয়নি তার। ঢাকা প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলা সাকিবকে পুরো ফিট মনে হয়েছে পোথাসের কাছে। 

বিপিএল দিয়ে মাঠে ফেরা সাকিব শুরুতে সংগ্রাম করেছেন ব্যাটে-বলে। অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেননি, কয়েক ম্যাচ পরই চেনা চেহারায় ফেরা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের দারুণ বিপিএল কাটে, ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো গেছে। নিজের পারফরম্যান্সে খুশি সাকিব, আর এমন হাসিখুশি সাকিবকেই দেখতে চায় বাংলাদেশ।

দলের সঙ্গে যোগ দিয়ে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন সাকিব। গত কিছুদিন ধরেই  ফিটনেসে বেশি মনোযোগী ছিলেন তিনি। ফলও মিলেছে, সাকিবের ওজন কমেছে জানিয়ে পোথাস বলেন, 'হ্যাঁ, তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো ছিল। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে, সে খুশি। আমরা সাকিবকে খুশি অবস্থায় দেখতে চাই।'

চার মাস পর দেশের পক্ষে ম্যাচ খেলতে নামবেন সাকিব, টেস্টে বিরতি আরও লম্বা। প্রায় ৯ মাস পরে দীর্ঘতম ফরমাটে খেলবেন সাকিব, সর্বশেষ গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন তিনি। লম্বা বিরতি থাকলেও তার মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস পোথাসের। তার ভাষায়, 'সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।'

সাকিব দলে ঢোকা মানে বাংলাদেশের সুযোগ বেড়ে যাওয়া। তার মতো অভিজ্ঞ অলরাউন্ডার থাকলে বাড়তি ব্যাটসম্যান বা বোলার নেওয়ার ব্যাপারে ভাবতে পারে দল।  ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্টে ষষ্ঠ বোলারের ব্যাপারে প্রশ্ন করলে পোথাস বলেন, 'আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.