অশ্লীল অঙ্গভঙ্গি করায় বড় শাস্তির মুখে রোনালদো!

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2024, 12:15 pm
Last modified: 27 February, 2024, 12:19 pm
আল-শাবাবের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দলের সমর্থকেরা 'মেসি মেসি' স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। যা ভালোভাবে নেননি রোনালদো। নোংরা অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

মাঠে ফর্মটা বেশ ভালোই যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে সবমিলিয়ে ৩৫ ম্যাচ খেলে ৩৪টি গোল করে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি লিগেই করেছেন ২০ ম্যাচে ২২ গোল। মাঠের পারফরম্যান্স দিয়েই খবরের শিরোনাম হওয়ার কথা সিআর সেভেনের। 

কিন্তু রোনালদো আলোচনায় আসছেন ভিন্ন কারণে। নিজের গোল, দলের জয় কিংবা ব্যক্তিগত মাইলফলকগুলো ছাপিয়ে রোনালদোর অন্য এক রূপই দেখা যাচ্ছে ইদানিং। প্রতিপক্ষ সমর্থকদের মুখে লিওনেল মেসির নামটি শুনলেই তেলেবেগুনে জ্বলে উঠছেন সিআর সেভেন। 

আল-শাবাবের বিপক্ষে ম্যাচে যা করেছেন সিআর সেভেন, সেটি ছাপিয়ে গেছে বাকি সবকিছুকেই। কিছুদিন আগেই আল-হিলালের বিপক্ষে ম্যাচ হেরে ও সেখানে হিলাল সমর্থকদের মুখে 'মেসি মেসি' স্লোগান শুনে অদ্ভূত অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। আল-হিলালের লোগো সম্বলিত তোয়ালে নিজের বিশেষ অঙ্গের সঙ্গে ঘষতেও দেখা যায় রোনালদোকে।

আল-শাবাবের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দলের সমর্থকেরা 'মেসি মেসি' স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। যা ভালোভাবে নেননি রোনালদো। নোংরা অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন রোনালদো। 

এরপর আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই জয় উদযাপন করেন এই পর্তুগিজ তারকা। তবে এই কাজ করার কারণে ঝামেলায় পড়তে পারেন রোনালদো, এমন খবরই দিয়েছেইল সৌদি আরবের সংবাদপত্র আশর্ক আল-আওসাত। তারা জানিয়েছিল, এই ঘটনার পর তদন্ত শুরু করেছে জাতীয় ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।

সেই খবরই সত্যি হতে চলেছে, এখন নতুন খবর হচ্ছে, অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। সৌদি সংবাদমাধ্যমের সূত্র ধরে ইংলিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার সঙ্গে আর্থিক জরিমানাও দিতে হবে রোনালদোকে।

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.