নির্বাচনের পরের দিনই কেন অনুশীলনে, জানালেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2024, 06:40 pm
Last modified: 23 January, 2024, 06:13 pm
গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন সাকিব। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে পাওয়া চোটের কারণে ঘরের মাঠ ও নিউজিল্যান্ডে কয়েকটি সিরিজে খেলা হয়নি তার।

রাজনীতির মাঠের ব্যস্ত সময় শেষে ক্রিকেট মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি সারতে ক্রিকেট মাঠেও ব্যস্ত সময় কাটছে তার। গতকাল মিরপুরে অনুশীলন করা অভিজ্ঞ এই অলরাউন্ডার আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছেন বিপিএলে তার দল রংপুর রাইডার্সের সঙ্গে। চোট নিয়ে সতর্ক থাকা সাকিব আজ কিছু সময় ব্যাটিং করেন। এ ছাড়া ফিটনেস নিয়ে কাজ করেন তিনি।

প্রথম দল হিসেবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিপিএলের প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সাকিবের প্রস্তুতি শুরু হয় একদিন আগেই। নির্বাচনের পরদিনই মিরপুরে কোচ, ফিজিও, ট্রেনারদের নিয়ে অনুশীলন করেন মাগুড়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

কী কারণে এই তাড়া, আজ অনুশীলন শেষে তা জানান সাকিব। তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার জানান, সময় নষ্ট করতে চাননি তিনি। সাকিব বলেন, 'বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো আমি মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এ জন্য আর সময় নষ্ট করতে চাইনি।'

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন সাকিব। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের তর্জনীতে পাওয়া চোটের কারণে ঘরের মাঠ ও নিউজিল্যান্ডে কয়েকটি সিরিজে খেলা হয়নি তার। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকলেও খেলাটাকে মিস করেননি সাকিব। তার ভাষায়, 'চোটে ছিলাম, তাই মিস করার কোনো সুযোগ ছিল না। মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না। চোটে যেহেতু ছিলাম। মিস করার সুযোগ আসেনি সেভাবে।'

চোটের অবস্থা জানালেন সাকিব, জানালেন বিপিএলের দল নিয়ে পরিকল্পনার কথাও, 'অনুশীলন শুরু করেছি। আরও কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।'

'রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, (চ্যাম্পিয়ন) ছাড়া? স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একই সঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।' যোগ করেন সাকিব।

রংপুরের নেতৃত্বে থাকার প্রশ্ন সরাসরি কিছু বললেন না সাকিব। বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি, 'এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব সময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সবকিছু পরিকল্পনা করে।'

বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়ক সাকিব। তবে তার নেতৃত্বে থাকা না থাকা নিয়ে আলোচনা আছে। সাকিব জানালেন এ নিয়ে বিসিবির সঙ্গে কথা বলবেন, তবে সিদ্ধান্ত নেবে বোর্ড। তিনি বলেন, 'এগুলো নিয়ে এখনও কথা হয়নি। তবে বোর্ডের সঙ্গে কথা হবে। তখন আলোচনা হবে। এরপর সবাই মিলে যেটা ভালো মনে করবে, সেটাই সিদ্ধান্ত নেবে। আর এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি ৮-১০ বার দিয়েছি।'

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ  পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরটিতে বাংলাদেশের ভালো করার ব্যাপারে আশাবাদী সাকিব, 'প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও তাই থাকবে। যেহেতু টি-টোয়েন্টি সংস্করণ আমরা শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। তো আমাদের সুযোগ আছে।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.