নিজেদের ‘দুর্ভাগা’ বলছেন মিরাজ
সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে হেরেই চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানো সাকিব আল হাসানের দল টানা ছয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাংলাদেশের দৃষ্টি এখন বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারের পর সে পথও কঠিন হয়ে উঠেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি থাকা দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে এই দুই জয়েই যে অংশগ্রহণ নিশ্চিত হবে, এমনও নয়। আছে আরও সমীকরণ। বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে ম্যাচ হারছে, তাতে পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পথটা তাদের জন্য বেশ কঠিন।
শেষ পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলে সেটা কতো বড় বিপর্যয় হবে? পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ জানালেন, সেটা সবার জন্যই খারাপ হবে। তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে ভাগ্যকে সঙ্গে পাচ্ছেন না। যদিও তার বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।
ডানহাতি এই অলরাউন্ডার বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে সবার খারাপ লাগবে। আমাদের যেমন খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে। কারণ আপনারাও তো ইয়ে (সফর) করতে পারবেন না (হাসি)। দিনশেষে ভাগ্যও আমাদের পক্ষে কাজ করছে না। '
'আমরা চেষ্টা করছি, সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। সবাই চেষ্টা করছি। কিন্তু ভাগ্য সহায়তা দিচ্ছে না। ব্যাটসম্যানরা যেখানেই শট খেলছে, হাতে চলে যাচ্ছে। ক্যাচ হচ্ছে, ফিল্ডার ধরছে। বোলিংয়ে কিছু না কিছু হচ্ছে। এ রকম কখনও হয়নি। গত ৩ বছরে তো ওয়ানডে খেলেছি। ভাগ্য কম কাজ করছে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।' যোগ করেন তিনি।
বাংলাদেশের আগেও খারাপ সময় গেছে, অনেক টুর্নামেন্টেই সাফল্য মেলেনি। কিন্তু এতো বাজে টুর্নামেন্ট কখনও গেছে? মিরাজ বলেন, 'এ রকম কখনই হয়নি। আমাদের লাক ফেভার করছে না। সবাই চেষ্টা করছে। অনুশীলন করছি, পরিকল্পনা করছি। কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব।'