২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির অনুমোদন দিলো আইওসি

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে যাচ্ছে ক্রিকেট। অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির আলোচনা ইতিবাচক হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আইওসি।
২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিকেই ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত ছিলো।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায় ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে খেলাটি।
২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ এলএ ২৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আশা জাগায়। ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ—পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার কথা জানানো হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় সেটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। নারী-পুরুষ দুই বিভাগেই ছয়টি করে দল সুযোগ পাবে খেলার। একটি নির্ধারিত সময়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ছয়টি দল পাবে সেই অলিম্পিকে খেলার সুযোগ।