শেষ মুহূর্তের গোলে মালদ্বীপের সঙ্গে ড্র বাংলাদেশের

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালেও আজ সেটির পুনরাবৃত্তি করতে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
প্রথমার্ধ তো বটেই, ম্যাচের প্রায় শেষ পর্যন্তও কোনো দল গোল দিতে পারছিল না। গোলশূন্য সমতায় শেষ হওয়ার পথেই এগোচ্ছিল ম্যাচটি।
কিন্তু ৮৭ মিনিটে স্বাগতিক মালদ্বীপকে এগিয়ে দেন হাসান নাজিম। বাংলাদেশের সেই চিরাচরিত অভ্যাস, শেষ দিকে গোল খাওয়ার পুরোনো রোগই আবারও হানা দিয়ে হতাশ করেছিল প্রায়।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সাদ উদ্দিনের গোল ম্যাচে সমতা ফেরায়। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।