টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের পর্দা উঠে গেছে ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুঁড়িয়ে শুরু করেছে রানার্স আপ নিউজিল্যান্ড। আজ মিশন শুরু হচ্ছে ফেবারিট পাকিস্তানের। শুরুর ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে পাকিস্তানের। টস হিরে আগে ব্যাটিং করতে নামছে বাবর আজমের দল। টসের সময় পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, হায়দরাবাদের উইকেটে ২৯০ থেকে ৩০০ ছাড়ানো সংগ্রহ গড়ার লক্ষ্য তাদের। ম্যাচটি রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
১৯৯৬ বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস। বিশ্ব আসরে ডাচদের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৬ ওয়ানডের সবকটিতে হেরেছে নেদারল্যান্ডস।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফকর জামান, বাবর আজম (অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ আকিল, ইফতিখার আহমেদ, সাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডে লেডে, তেজা নিদামনুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), সাকিব জুলফিকার, লগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আয়ান দত্ত ও পল ফন মিকারেন।