বেঁচে রইল ইংল্যান্ডের অ্যাশেজ স্বপ্ন
হেডিংলিতে জিতে অ্যাশেজে নিজেদের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনার ফলাফল পেল ইংলিশরা৷ অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে সিরিজের ব্যবধান ২-১ এ নামিয়ে আনল বেন স্টোকসের দল।
এই ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে অ্যাশেজের উত্তেজনা শেষ হয়ে যেত বলা চলে। প্রথম তিন ম্যাচই জিতে সিরিজ জিতে নিতে অস্ট্রেলিয়া। কিন্তু তা হতে দিলেন না হ্যারি ব্রুক-ক্রিস ওকসরা৷
অস্ট্রেলিয়ার দেয়া ২৫১ রানের লক্ষ্যেও ইংল্যান্ড কাঠখোর পুড়িয়ে পৌঁছেছে। আগের দিনের বিনা উইকেটে ২৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ইংল্যান্ডের রান একটা সময় গিয়ে দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭১।
হাতে চার উইকেট নিয়ে তখনও ৮০ রান দরকার ছিলো তাদের৷ এরপরই ৫৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের একেবারে কাছে নিয়ে যান ব্রুক এবং ওকস। এরপর ব্রুকস ৭৫ রান করে আউট হলেও উডকে নিয়ে বাকি কাজ সারেন ওকস।
৫ উইকেট নিয়েও হারের হতাশায় পুড়তে হয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে। এই জয়েও ইংল্যান্ড সিরিজে পিছিয়ে ২-১ ব্যবধানে। সিরিজের চতুর্থ টেস্ট ১৯ জুলাই থেকে, ওল্ড ট্র্যাফোর্ডে।