মন ভালো নেই পাপনের

খেলা

টিবিএস রিপোর্ট
09 July, 2023, 06:25 pm
Last modified: 09 July, 2023, 06:30 pm
এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিপক্ষে সিরিজ হেরেছেন লিটন-সাকিবরা। আজ প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মেয়েরা। দুই দলের পারফরম্যান্সে মনের আকাশে মেঘ জমেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

ঘরের মাঠে সিরিজ খেলায় ব্যস্ত বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে পুরুষ দলের ওয়ানডে সিরিজ চলছে, ভারতের বিপক্ষে নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো আজ। দুই দলেরই সঙ্গী হয়েছে হার। এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিপক্ষে সিরিজ হেরেছেন লিটন-সাকিবরা। আজ প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মেয়েরা। দুই দলের পারফরম্যান্সে মনের আকাশে মেঘ জমেছে নাজমুল হাসান পাপনের, বিসিবি সভাপতি জানালেন তার মন ভালো নেই। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে মিনিট দুয়েক কথা হয় তার। এ সময় দলের পারফরম্যান্সে মন খারাপ হওয়ার কথা জানান নাজমুল হাসান। 

আগেরদিন পুরুষ দলের হার, আজ মেয়েরা হারলো; দুই দলের পারফরম্যান্সে মন খারাপ? এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি জানান, কেবল তারই নয়, সারা দেশের মানুষেরই মন খারাপ। যদিও তিনি মেয়েদের পারফরম্যান্সের হতাশ নন, 'মন তো খারাপ হবেই, এটা সবারই। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ নই।'

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দুঃসময় যাচ্ছে পুরুষ দলের। প্রথম ম্যাচের পরদিন হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলালেও দলের স্বাভাবিক সেই ছন্দ হয়তো নেই। ছন্দ আরও হারিয়েছে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজ হারার পর। যদিও বিসিবি সভাপতি বলছেন সব ঠিক হয়ে যাবে, 'ওটা ঠিক হবে (ছেলেদের)। অবশ্যই ঠিক হবে।'

২০১২ সালের পর মিরপুরে ম্যাচ খেললো নারী ক্রিকেট দল। এই মাঠে না খেলতে পারার আক্ষেপের কথা প্রায়ই জানাতেন ক্রিকেটাররা। সেই আক্ষেপ ফুরালো তাদের। বাকি থাকা দুই টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচও এখানে হবে। এ নিয়ে নাজমুল হাসান বলেন, 'ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে।'

শখ পূরণ হলেও মিরপুরে খেলার আনন্দ ম্লান হয়ে গেছে ৭ উইকেটের বড় হারে। বিসিবি সভাপতি জানালেন ভারত শক্তিশালী দল, ভবিষ্যতে ভালো খেলবে দল, 'ভারত নারী দল অনেক শক্তিশালী। আমার মতে টপ তিনটার একটা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়, পটেনশিয়াল খুবই ভালো।'

বাংলাদেশ-ভারতের মেয়েদের সিরিজে নেই কোনো স্পন্সর। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলো প্রায় দর্শকশূন্য গ্যালারিতে। একটি গ্যালারিতে সামান্য কিছু দর্শক দেখা গেছে। যদিও সংখ্যাটা বাড়তে পারতো। কিন্তু দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত রাখার ঘোষণাটা বিসিবি দেয় প্রথম ম্যাচের আগের রাতে ১১টার দিকে, সেটাও কেবল মিডিয়া গ্রুপে। কোনো সংবাদমাধ্যমেই আসেনি খবরটি। যদিও বিসিবি সভাপতি জানালেন দর্শক টানার মতো পরিস্থিতি নেই। তিনি বলেন, 'মেয়েদের ক্রিকেটে (দর্শক) অনেক দেশেই হয়। কিন্তু আমাদের দেশে এটা নাই। দর্শক টানার মতো পরিস্থিতিতে নাই।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.