বায়ার্নের বিপক্ষে গোলে হলান্ডের আরেক রেকর্ড
গোল করা থামছেই না আর্লিং হলান্ডের। আর অবস্থা দাঁড়িয়েছে এমনই, তিনি গোল করলেই যেন নতুন নতুন রেকর্ড গড়ছেন বা ছুঁয়ে ফেলছেন। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গোল করে যেমন গড়লেন আরেকটি রেকর্ড।
প্রিমিয়ার লিগে খেলা কোনো খেলোয়াড়ের সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন হলান্ডের। তিনি ভেঙেছেন মোহামেদ সালাহর করা ৪৪ গোলের রেকর্ড।
বায়ার্নের বিপক্ষে করা গোলটি এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের ১১ তম। সব মিলিয়ে ৪৫ গোল হয়ে গিয়েছে তার।
হলান্ডের সাথে রদ্রি ও বার্নার্দো সিলভার গোলে বায়ার্নকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে খেলা কোনো খেলোয়াড়ই এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কখনো ৫০ গোল করতে পারেননি। হলান্ডের সামনে সুযোগ নিজের নাম এই তালিকায় প্রথম হিসেবে লেখানোর। হলান্ড পারবেন, এই বিশ্বাস করা লোকের সংখ্যাই বেশি।
ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তিও এই স্ট্রাইকারের। ইতোমধ্যে ৪৫ গোল হয়ে গিয়েছে তার। এই মৌসুমে কমপক্ষে আরো ১১ টি এবং সর্বোচ্চ ১৭ টি ম্যাচ খেলার সুযোগ পাবেন হলান্ড। এই সংখ্যা যে কোথায় নিয়ে যাবেন, তা ভাবাও দায়।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ২৫ ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও এই নরওয়েজিয়ানের দখলে। ৩৩ টি গোল করেছেন তিনি। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের প্রথম ২৫ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে কোনো গোলই করতে পারেননি!
ম্যানচেস্টার সিটিতে থাকলে আর চোটাক্রান্ত না হলে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের যতো গোলের রেকর্ড আছে তা হলান্ড নিজের করে নেবেন, সেই সামর্থ্য তার আছে। এখন শুধুই অপেক্ষা সময়ের আর সেইসাথে হলান্ডের রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা দেখার।