মেসি-মদ্রিচদের ঈর্ষা করেন রামোস!
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেন কিংবদন্তি সের্হিও রামোস। ২০২২ বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই বর্ষীয়ান ডিফেন্ডারের। শেষ ষোলো থেকে বিদায় নেয় লুইস এনরিকের দল। এরপর পদত্যাগ করেন এনরিকে।
অবসর নেওয়ার ঘোষণা রামোস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে একটি বার্তা লিখেছেন তিনি। লিওনেল মেসি, লুকা মদ্রিচদের নিয়েও কথা বলেছেন ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার।
অনেকটা বাধ্য হয়ে অবসর নিয়েছেন বলে দাবি রামোসের, স্পেনের বর্তমান কোচ তাকে ফোন করে জানিয়েছেন রামোসকে আর দরকার নেই। আর সেটিকে উদ্দেশ্য করেই রামোস লিখেছেন, 'ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজ জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। যদিও দলকে দেওয়ার মতো অনেক কিছুই আছে আমার। আমি নিজের মতো করে বিদায় নিতে চেয়েছিলাম, সেটি না হওয়ায় আমি ব্যথিত'।
এছাড়াও নিজের বিদায়ী বার্তায় এক সময়ের প্রতিদ্বন্দ্বী এবং বর্তমানে সতীর্থ লিওনেল মেসিকে নিয়েও লিখেছেন রামোস। সেইসাথে নিজের রিয়াল মাদ্রিদের দুই সতীর্থ লুকা মদ্রিচ এবং পেপেকেও স্মরণ করেছেন তিনি, 'আমার মেসি, মদ্রিচ আর পেপেকে দেখে ঈর্ষা হয়। তারা যেভাবে সম্মান পায় সেটিই সত্যিকারের অর্জন।'
তবে নিজের আরেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে কিছু বলেননি রামোস। বরং এক সময় যার সঙ্গে তুমুল প্রতিযোগিতা হতো মাঠে, সেই লিওনেল মেসিকে নিয়ে প্রশংসার বাক্য ঝরেছে রামোসের বার্তাতে।