বাড়িতে বল পড়ে! প্রতিবেশীদের এ অভিযোগে বন্ধ হয়ে গেল ১০০ বছরের পুরনো ক্রিকেট মাঠ!

খেলা

হিন্দুস্তান টাইমস  
11 January, 2023, 02:25 pm
Last modified: 11 January, 2023, 02:50 pm
কয়েক বছর আগে ক্লাবের বাউন্ডারি ঘেঁষা একটি বাড়ি ১.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছেন এক ব্যক্তি। তার অভিযোগ, যখন তখন তার ব্যালকনিতে ও বাগানে বল এসে পড়ছে। ফলে ক্ষতি হচ্ছে তার বাড়ির।

বাড়ির পাশের ক্রিকেট খেলার মাঠ থেকে বল এসে পড়ছে ঘরে, ভেঙে যাচ্ছে জানালার কাচ কিংবা তছনছ হচ্ছে সাজানো জিনিসপত্র। ক্রিকেট মাঠ সংলগ্ন বাড়ির বাসিন্দাদের একের পর এক অভিযোগে এবার খেলাটাই বন্ধ করতে বাধ্য হলো ইংল্যান্ডের ১০০ বছরের পুরনো কোলহিল ক্রিকেট ক্লাব।

ইংল্যান্ডের উইমবর্নের কাছেই অবস্থিত শতবর্ষী এই ঐতিহ্যবাহী ক্লাবের নিজেদের মাঠে ক্রিকেট খেলা আপাতত বন্ধ রয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ মনে করে, প্রতিবেশীরা আরেকটু সহমর্মিতার সাথে বিষয়টি বিবেচনা করলে হয়তো এমনটা হতো না।

স্থানীয় ক্লাব সূত্রে যা খবর, ক্লাবের মাঠের বাউন্ডারির পাশে থাকা দুই প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কয়েকজন প্রতিবেশী আবার ক্লাবের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। ক্লাবের পক্ষে সেই দাবি পূরণ করা কঠিন, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েক বছর আগে ক্লাবের বাউন্ডারি ঘেঁষা একটি বাড়ি ১.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছেন এক ব্যক্তি। তার অভিযোগ, যখন তখন বল তার ব্যালকনিতে ও বাগানে এসে পড়ছে। ফলে ক্ষতি হচ্ছে তার বাড়ির। অপর প্রতিবেশীর অভিযোগ ,বল বারবার তার ছাদে পড়ে ছাদ নষ্ট করছে। পেনশনভোগী সেই প্রতিবেশী জানিয়েছেন, তিনি ৩০ বছর ধরে ক্লাবের পাশে থাকেন। সম্প্রতি একটি বলের আঘাতে তার ছাদ নষ্ট হয়েছে। ক্লাব সেটি সারিয়ে দেবে বললেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি। ফলে অভিযোগ জানিয়েছেন তিনিও।

১৯০৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কোলহিল ক্রিকেট ক্লাব। সম্প্রতি  ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আমরা প্রশাসনের কাছে উচু পাঁচিল তৈরির আবেদন জানিয়েছি এবং অনুমতিও পেয়েছি। ইতিমধ্যেই ৩৫০০ পাউন্ড খরচ করা হয়েছে। আরও ১৩০০০ পাউন্ড খরচ করা হবে। তারপরে খেলা চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে।'
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.