গড়বড়ে শুরু বিপিএল

খেলা

টিবিএস রিপোর্ট
06 January, 2023, 02:25 pm
Last modified: 06 January, 2023, 02:32 pm
‘এতোটা অপেশাদার হওয়া যায় কীভাবে? চরম হতাশাজনক। এটা কী পাড়ার ক্রিকেট যে মাঠে গিয়ে ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হবে? আমার ধারণা পাড়ার ক্রিকেটেও ম্যাচ শুরুর সময় এর চেয়ে অনেক আগে ঠিক করা থাকে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেক নাম যেন বিতর্ক। প্রতি আসরেই নানা অসঙ্গতির কারণে সমালোচিত হয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। উল্টো এবার আসর শুরুর আগেই 'চরম বিশঙ্খলা' দেখা যাচ্ছে। প্রথম দিনই যেমন ম্যাচের সময় নিয়ে চরম অপেশাদার মনোভাব দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়িয়েছে। এই ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা ছিল, যা বেশ কদিন আগেই চূড়ান্ত সূচি প্রকাশ করে জানানো হয়। কিন্তু ম্যাচের দিন মাত্র কয়েক ঘণ্টা আগে এসে বদলে গেল ম্যাচ শুরুর সময়। 

ম্যাচ শুরু হওয়ার কথা আড়াইটায়, কিন্তু বেলা সাড়ে ১২টায় বিসিবির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি দেওয়া হয় সময় বদলের। অবশ্য ম্যাচের সময়ে যে পরিবর্তন এসেছে, সেই ঘোষণাটাও নেই বিসিবির বিবৃতিতে। নতুন একটি সূচির ছবি দেওয়া হয় গ্রুপে, যেখানে কয়েকটি ম্যাচের সূচি দেওয়া আছে। কী কারণে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন, সেটাও জানানোর প্রয়োজন মনে করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

বিষয়টি নিয়ে যারপরনাই হতাশ উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া দুই দল। ম্যাচের সময় এগিয়ে নিয়ে আসায় বিপাকেই পড়তে হয়েছে তাদের। কারণ দুই দলই আড়াইটার হিসাব করে তাদের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আধা ঘণ্টা এগিয়ে আসায় তাড়াহুড়ো করে প্রস্তুতি সারতে হয় তাদের। 

সিলেট স্ট্রাইকার্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'খুবই অবাক হলাম। এই পর্যায়ের ক্রিকেটে এটা হতে পারে? এতোটা অপেশাদার হওয়া যায় কীভাবে? চরম হতাশাজনক। এটা কী পাড়ার ক্রিকেট যে মাঠে গিয়ে ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হবে? আমার ধারণা পাড়ার ক্রিকেটেও ম্যাচ শুরুর সময় এর চেয়ে অনেক আগে ঠিক করা থাকে। সত্যি কিছু বলার নেই।'

কেবল ম্যাচ শুরুর সময়েই নয়, আছে আরও বিপত্তি। ম্যাচ শুরুর আগে প্রেসবক্সে সাংবাদিকদের সরবরাহ করা অফিসিয়াল খেলোয়াড় তালিকাতে আছে বড় ভুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড় তালিকায় তাদের অধিনায়ক শুভাগত হোমের নামের বানানই ভুল করা হয়েছে। ডানহাতি এই অলরাউন্ডারের নামের দুই অংশেই ভুল লেখা হয়েছে। অভিষেক মিত্রর নামই বদলে দেওয়া হয়েছে, বানান ভুলসহ মিত্রর জায়গায় লেখা হয়েছে মিশ্র। 

বিপিএলে অবশ্য এসব নতুন ঘটনা নয়, আগের আসরগুলোয় এমন অনেক ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও অনিয়ম, অসংলগ্নতা তো আছেই। এ কারণেই গত বুধবার সাকিব আল হাসান বিপিএল নিয়ে চরম সমালোচনা করেন। আসরটিকে যা-তা বলে অ্যাখ্যা দেন তিনি। পরের দিন মাশরাফি বিন মুর্তজা বিপিএলকে বলেন, হ-য-ব-র-ল। এদিনই নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন করা হয় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে। কিন্তু কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি তিনি। ইনিয়ে-বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.