নেইমারকে ফিট করে তুলতে নাসার প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল

খেলা

টিবিএস ডেস্ক
28 November, 2022, 01:55 pm
Last modified: 28 November, 2022, 11:19 pm
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, পরের দুই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না। তবে ক্যামেরুনের বিপক্ষ ম্যাচে তাকে দলে পেতে মরিয়া ব্রাজিল। তাই তারকা ফরোয়ার্ডকে দ্রুত ফিট করে তুলতে নাসার প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল।

দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ গোলে হারায় শিরোপা প্রত্যাশী দলটি। দ্বিতীয় ম্যাচে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। এই ম্যাচে জিতলে 'জি' গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় উঠবে তারা। যাদের বিপক্ষে বিশ্বকাপে জয় নেই, সেই সুইজদের বিপক্ষেই দলের প্রাণভোমরা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। দলের প্রয়োজেন চোট নিয়েই খেলেন ১১ মিনিটের মতো। কিন্তু সেটার ফল ভালো হয়নি, কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। সুইজারল্যান্ডের বিপক্ষে তার তো খেলা হচ্ছেই না, গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছিল, পরের দুই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না।

তবে ক্যামেরুনের বিপক্ষ ম্যাচে নেইমারকে দলে পেতে মরিয়া ব্রাজিল। আর এই ম্যাচে খেলাটা তার ফিটনেসের ওপর নির্ভর করছে। তাই নেইমোরকে দ্রুত ফিট করে তুলতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল।

এটি ব্যবহার করা হচ্ছে নেইমারের ফিজিওথেরাপিতে। এই প্রযুক্তিতে 'কমপ্রেশন বুট' ব্যবহার করা হয় চোট পাওয়া ফুটবলারের পায়ে। দ্রুত ব্যথা কমাতে বিশেষ ধরনের এই পরিধেয় দুই পায়েই পরতে হয়। 'কমপ্রেশন বুট' এর ছবি নেইমার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। 

উন্নত প্রযুক্তির এই 'কমপ্রেশন বুট' দেখতে অনেকটা প্যান্টের মতো। এতে থাকা প্রযুক্তি কাজ করে শরীরের ব্যথা কমানোর। পাশাপাশি আরও কিছু কাজ করে এই প্রযুক্তি। আঘাত পাওয়া জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক রাখা থেকে শুরু করে ফোলা কমানো ও ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠনে কাজ এই প্রযুক্তি। এটা সাধারণত নাসায় ব্যবহৃত হয়ে থাকে।

এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুততার সঙ্গে নেইমারকে মাঠে ফেরাতে চায় ব্রাজিল। তাকে ছাড়া বিকল্প কিছু ভাবা কঠিনই হচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির। যদিও আজকের ম্যাচের ওপর নির্ভর করছে নেইমারের পরের ম্যাচে খেলানোর বিষয়টি। আজ জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে, সেক্ষেত্রে ক্যামেরুনের বিপক্ষে নেইমারকে খেলানোর ঝুঁকি হয়তো নেবে না ব্রাজিল। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.