ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

খেলা

শান্ত মাহমুদ, সিডনি থেকে
09 November, 2022, 01:45 pm
Last modified: 09 November, 2022, 02:01 pm
বিশ্বকাপের সেমি-ফাইনালের দাপটের মতো এবারের সাক্ষাতে মাঠের সবখানেও পাকিস্তানিদের রাজত্ব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে যেন পাকিস্তানি সমর্থকদের মেলা বসেছে। চোখ মেললে কেবল সুবজ জার্সি পরা ক্রিকেটমোদীদেরই দেখা মিলছে, গ্যালারিতেও এক চিত্র।

কোনো ফরম্যাটের বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে কখনও সেমি-ফাইনাল জিততে পারেনি নিউজিল্যান্ড। ১৯৯২ সাল থেকে জয়ের ধারাটি ধরে রেখেছে পাকিস্তান। আরও একবার সেমি-ফাইনালে মুখোমুখি দুই দল। অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে কিছুক্ষণ পরই লড়বে পাকিস্তান-নিউজিল্যান্ড।

বিশ্বকাপের সেমি-ফাইনালের দাপটের মতো এবারের সাক্ষাতে মাঠের সবখানেও পাকিস্তানিদের রাজত্ব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে যেন পাকিস্তানি সমর্থকদের মেলা বসেছে। চোখ মেললে কেবল সুবজ জার্সি পরা ক্রিকেটমোদীদেরই দেখা মিলছে, গ্যালারিতেও এক চিত্র। নিউজিল্যান্ডের সমর্থকদের রীতিমতো খুঁজে বের করতে হচ্ছে। 

যদিও ম্যাচের শুরুর অংশে জয়টা হয়েছে নিউজিল্যান্ডেরই। টস ভাগ্য পক্ষে গেছে কিউইদের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচটি ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। 

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান(উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস,  শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,  নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.