টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
ক্যাম্প করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলছে বাংলাদেশ। স্বাগতিকরা অপেক্ষাকৃত দুর্বল দল হলেও প্রথম ম্যাচে জয় পেতে ঘাম ছুটে যায় নুরুল হাসান সোহানের দলের। ছন্দময় ক্রিকেট খেলার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য বিপক্ষে গেছে ২-০ এর সন্ধানে থাকা বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে সফকারীরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। জায়গা হারিয়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। আরব আমিরাত একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিক, খেলছেন জহুর খান।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসোদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও ইয়াসির আলী রাব্বি।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), চিরাগ সুরি, পুথিয়াপুরাইল রিজওয়ান, ভ্রিত্য আরভিন্দ, জহুর খান, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পান, আরিয়ান লাকড়া ও আয়ান খান।