তাসকিন-বিজয়কে ছাড়াই দুবাই গেল বাংলাদেশ

খেলা

23 August, 2022, 07:25 pm
Last modified: 23 August, 2022, 08:48 pm
এশিয়া কাপে ৩০ আগস্ট শারজাহতে বাংলাদেশের মিশন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১ সেপ্টেম্বর দুবাইতে পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিবের দল। 

উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের মুকুট না জিততে পারলেও তিনটি আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু এবার ফাইনালের প্রশ্নে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ব্যাপারটা 'কঠিন।' এমনকি সুপার ফোরে ওঠা নিয়ে আছে শঙ্কা। সাকিবের ভাষায়, 'ওঠা উচিত।' বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য ভালো খেলা। 

সেই লক্ষ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিমান বাংলাদেশের বিকাল সাড়ে ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন সাকিব-মুশফিকরা। সেখানে পৌঁছে ২৪ আগস্ট বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। ২৫ আগস্ট থেকে শুরু হবে অনুশীলন। প্রথম ম্যাচের আগে টানা কয়েকদিন অনুশীলন করবে সাকিববাহিনী। 

এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও নাঈম শেখ ছাড়া দলে থাকা বাকি ১৩ ক্রিকেটার দুবাই গেছেন। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি বিজয় ও তাসকিন। 'এ' দলের সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দুবাই যাবেন নাঈম। 

রাসেল ডমিঙ্গো ছাড়া দলের বাকি কোচিং স্টাফরা দুবাই গেছেন। দুদিন আগেই জানানো হয়, টি-টোয়েন্টির দায়িত্ব তিনি নেই। প্রধান কোচ ছাড়াই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। এ সময় দলের তত্ত্বাবধানে থাকবেন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। 

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। ছয় দলের অংশগ্রহণের এই আসরে দুটি গ্রুপ থাকবে। বাংলাদেশ আছে 'বি' গ্রুপে, বাকি দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে 'এ' গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। তৃতীয় দলটি হওয়ার লড়াইয়ে আছে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। 

১৪ দিনের আসরটির খেলাগুলো শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। আবু ধাবিতে এবার কোনো ম্যাচ নেই। ১৩ ম্যাচের ১০টি হবে দুবাইয়ে, শাহজাহতে হবে ৩টি ম্যাচ। ৩০ আগস্ট শারজাহতে বাংলাদেশের মিশন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১ সেপ্টেম্বর দুবাইতে পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিবের দল। 

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও তাসকিন আহমেদ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.