আচমকা ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন স্টোকস

খেলা

টিবিএস রিপোর্ট
18 July, 2022, 05:55 pm
Last modified: 18 July, 2022, 07:10 pm
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেই হবে এই সংস্করণে স্টোকসের শেষ ম্যাচ।  

কিছুদিন আগেই টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন বেন স্টোকস। অধিনায়কত্ব পেয়েই সাফল্যের মালা গেঁথে চলেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখা স্টোকসের সামনে যখন দীর্ঘ পথ দেখতে পাচ্ছিলেন সবাই, তখনই অবাক করা এক সিদ্ধান্তের কথা জানালেন তিনি। 

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেই হবে এই সংস্করণে তার শেষ ম্যাচ। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন স্টোকস। 

৩১ বছর বয়সী ইংলিশ এই অলরাউন্ডার তার বিবৃতিতে বলেছেন, 'ডারহামে আমি মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে খেলব। এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এই সিদ্ধান্ত নেওয়া অবিশ্বাস্যভাবে কঠিন ছিল। সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডের হয়ে খেলা প্রতিটি মুহূর্তি আমি উপভোগ করেছি। অসাধারণ এক যাত্রা ছিল এটা।'

ওয়ানডেতে নিজের শতভাগ দিতে না পারা এবং টেস্টে মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্টোকস। লম্বা বিবৃতিতে তিনি লিখেছেন, 'ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত যতোটা কঠিন ছিল, এই ফরম্যাটে আমি আমার সরতীর্থদের যে শতভাগ দিতে পারব না, এটা বোঝাটা ততোটা কঠিন ছিল না। এই ফরম্যাটে আমার সতীর্থদের নিজের শতভাগ আমি আর দিতে পারব না।'

তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়াটা নিজের জন্য উপযুক্ত নয় জানিয়ে স্টোকস লিখেছেন, 'এই মুহূর্তে তিন ফরম্যাটে খেলাটা আমার জন্য উপযক্ত নয়। আমার শরীর আমাকে পিছিয়ে দিচ্ছে, কেবল এমন ভাবনা থেকেই নয়; সূচি ও আমাদের ওপর প্রত্যাশার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া। একই স্েগ আমার এটাও মনে হচ্ছে যে, আমি একজনকে দলে জায়গা দিচ্ছি; যে কিনা জস ও দলের প্রতি তার সর্বোচ্চটা দিতে পারে।'

টেস্ট ক্রিকেটের জন্য সব করতে প্রস্তুত স্টোকস টি-টোয়েন্টি নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন, 'টেস্ট ক্রিকেটের জন্য যা করা দরকার, আমি সব করব। এবং সিদ্ধান্তের মাধ্যমে আমার মনে হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি আমার পূর্ণ প্রতিশ্রুতি পালন করতে পারব।'

ইংল্যান্ডের হয়ে খেলা ম্যাচ নিয়ে স্টোকস বলেছেন, ১এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলা ১০৪ ওয়ানডের সবগুলেঅ উপভোগ করেছি আমি। আরও একটি ম্যাচ পাচ্ছি। ঘরের মাঠ ডারহামে নিজের শেষ ম্যাচ খেলতে পারছি, এটা অসাধারণ অনুভূতি।'

দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্টোকস লিখেছেন, 'সব সময়ই ভক্তরা আমার পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। তোমরা পৃথিবীর সেরা ভক্ত। আশা করি মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে সিরিজ শুরু করতে পারব আমরা।'

২০১১ সালে আয়াল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় স্টোকসের। ১১ বছরের ক্যারিয়ারে ১০৪টি ওয়ানডেতে ৮৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২১ হাফ সেঞ্চুরিসহ৩৯.৪৪ গড়ে তার রান ২ হাজার ৯১৯ রান করেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকসের ৮৪ রানের মহাকাব্যিক ইনিংসে ৪৪ বছরের অপেক্ষা ফুরায় ইংল্যান্ডের।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.