বাংলাদেশকে আইসিসির শাস্তি
একেই যেন বলে মরার ওপর খারার ঘাঁ। একে তো মাঠের পারফরম্যান্সে ছন্নছাড়া অবস্থা, এর মধ্যে কাঁধে চাপলো শাস্তির খড়্গ। খারাপ সময় পার করতে থাকা বাংলাদেশ ক্রিকেট দলকে আর্থিক জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে দলের সবাইকে শাস্তি দেওয়া হয়েছে।
বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বাংলাদেশ। এ কারণে দলের সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়। বাংলাদেশকে সেই জরিমানাই করা হয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াত দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় পায় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে চরম ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। সাকিব আল হাসানের হার না মানা ৬৮ রানের ইনিংসটি ছাড়া ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের পুরোটাই ছিল হতাশার।
৭ জুলাই গায়ানাতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশ সময় সাড়ে ১১টায় শুরু হবে। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।