টি-টোয়েন্টি দলে তাসকিন-মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলে তাসকিন আহমেদকে নেওয়ার খবর আগেই জানা গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা, বৃহস্পতিবার এলো সেই ঘোষণা। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ডানহাতি এই পেসারকে বিবেচনা করা হবে। এ ছাড়া টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য গত ২২ মে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে সেই দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি, শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় মিরাজ ও তাসকিনকে দলে নেওয়া হলো।
দীর্ঘ দিন পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে খেলেন তিনি। সেই ক্যারিবীয়দের বিপক্ষেই সংক্ষিপ্ততম ফরম্যাটে সাড়ে তিন বছর পর ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হলো তার।
টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য হলেও পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টিতে জায়গা ধরে রাখতে পারেননি মিরাজ। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৯৪ রান, উইকেট নিয়েছেন ৪টি।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশ্য ব্যাট-বলে আলো ছড়িয়েছিলেন মিরাজ। প্রথম কয়েক ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে থাকা ডানহাতি এই অলরাউন্ডার ১২ ম্যাচে ২০৭ রানের পাশাপাশি নেন ১৩ উইকেট।
চোটে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছিল তাসকিনকে। চোট কাটিয়ে ওঠায় তাকে টি-টোয়েন্টিতে ফেরানো হলো। গত বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তাসকিন। ২০১৪ সালে অভিষেকের পর ৩৩টি টি-টোয়েন্টি খেলে ২৩ উইকেট নিয়েছেন তিনি।
ডমিনিকায় প্রথম ম্যাচ দিয়ে আগামী ২ জুলাই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ৭ জুলাই গায়ানাতে অনুষ্ঠিত হবে। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।