‘৪০০ জন অটোগ্রাফ না নিতে এলে ক্রিকেটের উদ্দেশ্য ব্যর্থ’: বাবরকে রমিজ রাজা

খেলা

টিবিএস ডেস্ক
14 September, 2021, 02:00 pm
Last modified: 14 September, 2021, 02:10 pm
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার মতে, অধিনায়ক বাবরকে মূল্যায়ন করার সময় এখনও আসেনি। যদিও পাকিস্তান অধিনায়কের কাছে নিজের প্রত্যাশার কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। 

'সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়' পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। দেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েই পরিবর্তনের ডাক দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ম্যাথু হেইডেন, ভারনন ফিল্যান্ডারদের কোচ বানানোসহ আরও কিছু পরিবর্তন এনেছেন তিনি। তবে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বে এখনই পরিবর্তন আনতে চান না রমিজ।

বাবর আজমের কাঁধে পাকিস্তানের নেতৃত্ব ভার। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখছেন রমিজ। তিনি আরও ভালোভাবে বাবরকে জানতে চান। রমিজের মতে, অধিনায়ক বাবরকে মূল্যায়ন করার সময় এখনও আসেনি। যদিও পাকিস্তান অধিনায়কের কাছে নিজের প্রত্যাশার কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। 

রমিজের চাওয়া, নেতৃত্বে হতে হবে ইমরান খানের মতো আর জনপ্রিয়তা হবে এমন, যেন বাবরের অটোগ্রাফ নেওয়ার জন্য পাকিস্তানের অনুশীলন মাঠের বাইরে ৪০০ মানুষ অপেক্ষা করে। এটা না হলে ক্রিকেট খেলার মূল উদ্দেশ্যই ব্যর্থ বলে মনে করেন রমিজ।

পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর সোমবার লাহোরে প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন রমিজ রাজা। অনেক কিছু নিয়েই কথা বলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। এ সময় অধিনায়কত্বের বিষয়টি উঠলে রমিজ জানান, এ নিয়ে তাড়াহুড়ো নেই।

বাবরকে নিয়ে রমিজ বলেন, 'তাকে মূল্যায়ন করার সময় আমার এখনও হয়নি। তাকে আরও ভালোভাবে জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার জন্য একইরকম গুরুত্বপূর্ণ, ভূমিকাটা বোঝা। অধিনায়কের সাধারণত অনেক দাবি-দাওয়া থাকে। কিছু দাবি থাকে ভালো, আবার কিছু দাবিকে যৌক্তিক প্রমাণ করার দায় থাকে।'

অটোগ্রাফ শিকারিদের আগ্রহের উদাহরণ টেনে রমিজ আরও বলেন, 'তার সঙ্গে পুরো দুই সেশন হয়েছে আমার এবং তাকে বলেছি যে, তোমার জন্য যদি একাডেমির বাইরে (অনুশীলন মাঠ) ৪০০ অটোগ্রাফ শিকারি না থাকে, তাহলে ক্রিকেট খেলার পুরো উদ্দেশ্যই ব্যর্থ।'

বাবরের কাছে পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের মতো চাওয়া রমিজের। তিনি বলেন, 'আমি এমন নেতৃত্ব দেখতে চাই, নিজের সময়ে যেমন নেতৃত্বে খেলেছি। ইমরান খানের কাছে যতটা ছিল, ততটাই প্রত্যাশা আমার বাবর আজমের কাছে।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.