‘খারাপ’ বলায় মিডিয়ার ওপর চটেছেন বাংলাদেশের কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
01 August, 2021, 06:30 pm
Last modified: 01 August, 2021, 06:31 pm
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩ আগস্ট শুরু হচ্ছে। এর আগে রোববার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দল ও প্রতিপক্ষের বিভিন্ন বিষয় কথা বলেন ডমিঙ্গো।

১০২ টি-টোয়েন্টির মধ্যে জয় মাত্র ৩৪টিতে, ৬৬ ম্যাচে হার (দুটি ম্যাচে ফল আসেনি)। এর মধ্যে হার আছে আফগানিস্তান, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকংয়ের মতো দলের বিপক্ষেও। ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে এখনও কোনো ম্যাচ না খেলা বাংলাদেশ কখনই হারাতে পারেনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে। 

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। যেখানে আফগানিস্তানের অবস্থানও সাত নম্বরে। বাংলাদেশকে এখনও প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হয়। সব মিলিয়ে পারফরম্যান্স বা পরিসংখ্যানের হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে গড়পড়তা দল বলা হয়। এরপরও বাংলাদেশকে ভালো না বলায় প্রবল আপত্তির কথা জানালেন রাসেল ডমিঙ্গো। 

বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে কেন ভালো বলা হয় না, এটা বোধগম্য নয় জাতীয় দলের প্রধান কোচের। তার মতে টি-টোয়েন্টি দলকে নিয়ে সব সময়ই নেতিবাচক খবর লেখা হয় বাংলাদেশের সংবাদমাধ্যমে। যা প্রোটিয়া এই কোচের কাছে চরম হতাশার। নেতিবাচক লেখালেখি দলের জন্য ক্ষতিকর বলেও মনে করেন ডমিঙ্গো।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩ আগস্ট শুরু হচ্ছে। এর আগে রোববার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডমিঙ্গো। এখানে তাকে প্রশ্ন করা হয়, এই ফরম্যাটে বাংলাদেশে যেহেতু ভালো দল নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা আছে কিনা। এমন প্রশ্নে যেন 'তেলে-বেগুনে' জ্বলে ওঠেন ডমিঙ্গো। সংবাদমাধ্যমের ওপর জমে থাকা সব ক্ষোভ উগড়ে দেন তিনি। 

ডমিঙ্গো বলেন, 'বাংলাদেশ দল নিয়ে সব সময় নেতিবাচক খবর পড়া খুবই হতাশার। এটা ভালো টি-টোয়েন্টি দল নয়, আপনারা কেন এটা বলেন; তা আমার বোধগম্য নয়। আমি মনে করি আমরা বেশ কিছু অসাধারণ খেলোয়াড় পেয়েছি। আমি নিশ্চিত, এখানে উন্নতির সুযোগ আছে। তবে আমার বিশ্বাস ভালো টি-টোয়েন্টি দলে পরিণত হওয়ার রসদ আমাদের আছে।'

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শারীরিক বৈশিষ্ট্যের বিষয়টি উল্লেখ করে ডমিঙ্গো বলেন, 'আমি জানি ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের মতো শারীরিক বৈশিষ্ট্য আমাদের ক্রিকেটারদের নেই। শারীরিক দিক থেকে তাদের মতো পেশী শক্তির ক্রিকেটার আমাদের নেই, তবে দলে বেশ কয়েকজন দক্ষ ব্যাটসম্যান পেয়েছি আমরা।'

সংবাদমাধ্যমের কাছে ডমিঙ্গোর অনুরোধ, আগামীতে যেন ইতিবাচক মনোভাব দেখানো হয়। ডমিঙ্গো মনে করেন, কোনোভাবেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে খারাপ দল নয়। তার ভাষায়, ' সংবাদ মাধ্যমগুলোর কাছে আমার অনুরোধ, তারা যেন দলের ব্যাপারে আরও ইতিবাচক থাকে। কারণ সব সময় নেতিবাচক মন্তব্য দেখা যায়, যা কিছু সময় ক্লান্তিকর। কোনোভাবেই আমরা খারাপ টি-টোয়েন্টি দল নই, এটা আমি মনে করি না। এরপর সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি।'

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটারদের সমর্থন দিয়ে পাশে থাকলে তারা আরও সামর্থ্যবান ক্রিকেটারে পরিণত হবেন বলে বিশ্বাস ডমিঙ্গোর, 'আমরা দারুণ কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় পেয়েছি। ইতিবাচক থেকে তাদের যদি সাহস ও সমর্থন দেওয়া যায়, তাদেরকে গোনায় ধরতে বাধ্য হতে হবে। আমরা জানি আমাদের উন্নতি করতে এবং এটা স্বাভাবিক। কিন্তু এটারও প্রক্রিয়া আছে, এ ছাড়া আমরা গত বছর বেশি টি-টোয়েন্টিও খেলিনি।'

গত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স হতাশ করেছে ডমিঙ্গোকে। আবার জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি। ইতিবাচক মনোভাব নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করা যাবে বলে মনে করেন তিনি। ডমিঙ্গো বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হতাশার ছিল তবে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খুবই ভালো খেলেছি। আমরা আশাবাদী ও আত্মবিশ্বাসী যে, ইতিবাচক মনোভাব নিয়ে এই সিরিজ শুরু করতে পারব।' 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.