‘একসঙ্গে যতো বেশি খেলব, ততো ভালো করব’

বর্তমান সময়ে কোন ক্লাবের আক্রমণভাগ সবচেয়ে শক্তিশালী? ক্লাব ফুটবলের খোঁজ রাখা ফুটবলভক্তরা চোখ বন্ধ করেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম নেবে। নেইমার, কিলিয়ান এমবাপ্পে আগে থেকেই পিএসজিতে, গত আগস্টে ফরাসি ক্লাবটিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। কিন্তু এই তারকা ত্রয়ীর রসায়ণ এখনও জমেনি। উল্টো বোঝাপড়ার অভাব ফুটে উঠেছে গত কয়েক ম্যাচে।
যদিও চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মেসি-এমবাপ্পের বোঝাপড়াটা মন্দ ছিল না। বল বাড়িয়ে দেওয়ার পর আলতো ফ্লিকে তা ফিরিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান মেসি। নেইমার-এমবাপ্পের বল দেওয়া-নেওয়াও ছিল উল্লেখ করার মতো।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে ম্যান সিটিকে ২-০ গোলে হারায় পিএসজি। শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। পিএসজির জার্সিতে চতুর্থ ম্যাচে এটা আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম গোল।
নেইমারের সঙ্গে বোঝাপড়াটা বার্সেলোলাতেই গড়ে উঠেছে মেসির। এই ম্যাচের পর এমবাপ্পের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মেসি। রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের বিশ্বাস, একসঙ্গে তারা তিনজন যত বেশি খেলবেন, ততই ভালোই করবেন।
ম্যাচের পর ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানেল প্লাসকে মেসি বলেন, 'আমরা যত বেশি একসঙ্গে খেলব, ততই ভালো করব। ঐক্যবদ্ধভাবে আমাদের উন্নতি করতে হবে এবং খেলার মান বাড়াতে হবে। আমরা ভালো খেলেছি, আমাদের নিজেদের শতভাগ ঢেলে দিতে হবে এবং এভাবেই এগিয়ে যেতে হবে।'
পিএসজির হয়ে হয়ে প্রথম গোল করায় উচ্ছ্বসিত মেসি। তিনি বলেন, 'ম্যান সিটি অসাধারণ এক প্রতিপক্ষ। ক্লাব ব্রুজের বিপক্ষে ড্র করার পর জয় পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। গোল করতে পেরে সত্যিই আমি খুব খুশি। সাম্প্রতিক সময়ে আমি খুব বেশি খেলিনি। পাক দি ফ্রাঁসে এটি ছিল আমার দ্বিতীয় ম্যাচ। আমি ধীরে ধীরে আমার নতুন দল, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় পাওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।'
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্স আপ ম্যান সিটি। তারকা ঠাসা দলের বিপক্ষে পাওয়া জয়টিকে সামনে এগিয়ে যাওয়ার রসদ হিসেবে দেখছেন মেসি, 'দারুণ সব খেলোয়াড় নিয়ে গড়া খুব বড় এক দলের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি আমরা, যারা গত আসরের ফাইনাল খেলেছে। আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়। আমাদের এগিয়ে যেতে হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হবে।'