‘আশা করি স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব’

খেলা

টিবিএস ডেস্ক
26 November, 2020, 03:00 am
Last modified: 26 November, 2020, 03:06 am
পেলে হয়তো কখনও কখনও বিরক্তই হয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে নিয়ে। ম্যারাডোনা নামের কেউ না থাকলে তাকেই তো এক বাক্যে সর্বকালের সেরা মানা হতো। কিন্তু সেই পেলেই মুষড়ে গেছেন ম্যারাডোনার প্রয়াণে।

সর্বকালের সেরা ফুটবলার কে- এই বিতর্ক অমীমাংসিত। হয়তো এর মীমাংসা কখনই হবে না। কারও চোখে দিয়েগো ম্যারাদোনা তো কারও চোখে পেলে সেরা। কখনও কখনও নিজেদের মধ্যেই কথা চালাচালি করতেন ম্যারাডোনা ও পেলে। সেরার বিতর্কটা রয়ে গেলেও ফুটবলের সেরা মানুষটা অজানায় পাড়ি জমিয়েছেন। মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ম্যারাডোনা।

সর্বকালের সেরার মুকুট জেতার পথে পেলের একমাত্র বাধা ম্যারাডোনা। পেলে হয়তো কখনও কখনও বিরক্তই হয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে নিয়ে। ম্যারাডোনা নামের কেউ না থাকলে তাকেই তো এক বাক্যে সর্বকালের সেরা মানা হতো। কিন্তু সেই পেলেই মুষড়ে গেছেন ম্যারাডোনার প্রয়াণে। 

ইহজাগতিক কোনো কথা নেই ব্রাজিলের এই ফুটবলরত্নের মুখে। স্বর্গে ম্যারাডোনার সঙ্গে নিজেকে দেখছেন পেলে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ের পর পেলে টুইট করেছেন, 'কী দুঃখের খবর। আমি আমার অসাধারণ এক বন্ধুকে হারালাম। এখন অনেক কিছুই বলা হবে। আপাতত তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন সৃষ্টিকর্তা। আশা করি, আমরা স্বর্গে একসঙ্গে ফুটবল খেলব।'

ফুটবলের মহানায়কের প্রস্থানে পেলের মতো অনেক কিংবদন্তির হৃদয়েই রক্তক্ষরণ হচ্ছে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও টুইটারে লিখেছেন, 'আমার বন্ধু চলে গেল। ম্যারাডোনা, কিংবদন্তি! বল পায়ে সে বিশ্বজয় করেছিলো, আনন্দ ও অনন্য ব্যক্তিত্বও ছিল। আমি অনেকবারই বলেছি কথাটা, মাঠে যতো খেলোয়াড় দেখেছি তাদের মধ্যে ম্যারাডোনাই সেরা।'

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার লিখেছেন, 'আর্জেন্টিনা থেকে জানানো হয়েছে দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আমার প্রজন্মে তিনি অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা ফুটবলার এবং তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা। আশীর্বাদপুষ্ট কিন্তু সমস্যাপূর্ণ জীবন কাটানোর পর আশা করি ঈশ্বরের হাতে তিনি শান্তি খুঁজে পাবেন।'

ক্যারিয়ারের সেরা সময়ে নাপোলিকে দু হাত ভরে দিয়েছেন ম্যারাডোনা। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারের প্রয়াণে ইতালিয়ান ক্লাবটিতে এখন শোকের মাতম। শোক জানিয়ে নাপোলি টুইট করেছে, 'সব সময় আমাদের হৃদয়ে থাকবে, বিদায় দিয়েগো।' ম্যারাডোনার ক্যারিয়ারের শুরুর দিকের ক্লাব বোকা জুনিয়র্স তাদের টুইটে লিখেছে, 'চিরকালের ধন্যবাদ, চিরকালের দিয়েগো।'

দুই সপ্তাহ আগে মস্তিষ্কে স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন ম্যারাডোনা। আজ বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বিশ্ব ফুটবলের এই মহানায়কের।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.