৮০০ গোলে রোনালদোর ইতিহাস
ক্রিশ্চিয়ানো রোনালদো আর রেকর্ড একে অপরের প্রতিশব্দ। ক্লাব কিংবা জাতীয় দল; মাঠে নামলেই প্রতিপক্ষের জালের দেখা পান পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। যেসব গোলে রেকর্ড পাতা এলোমেলো করে দেন তিনি। বহু রেকর্ড পায়ে লোটানো রোনালদো এবার গড়লেন অবিশ্বাস্য এক মাইলফলক, জেতালেন ম্যানচেস্টার ইউনাইটেডকেও।
আর্সেনালের বিপক্ষে দলকে ৩-২ গোলের জয় এনে দেওয়ার পথে রোনালদো পূর্ণ করলেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের মাইলফলক। এই রেকর্ডের চূড়ায় কেবল পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ডই।
যদিও এখানে একটা কিন্তু রয়ে গেছে। আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন 'আরএসএসএসএফ'' এর হিসাব অনুযায়ী, সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকান কমপক্ষে ৮০৫ গোল নিয়ে আছেন তালিকায় সবার ওপরে।
তেমন হলেও রেকর্ডটি নিজের করে নিতে বেশি সময় লাগার কথা নয় রোনালদোর। আর্সেনালের বিপক্ষে ২ গোল করা রোনালদোর গোল এখন ৮০১টি। আর মাত্র ৫টি গোলেই সবাইকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন ইউনাইটেডের এই গোল মেশিন।
দীর্ঘ ক্যারিয়ারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন রোনালদো। পেলের হিসেবে তার ৭৬৭ গোলের রেকর্ড গত মার্চে ছাড়িয়ে যান তিনি। এরপর পেছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে। এবার ৮০০ গোলের মাইলফলক গড়লেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার।