হচ্ছে না বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

খেলা

টিবিএস রিপোর্ট
28 September, 2020, 03:45 pm
Last modified: 28 September, 2020, 04:41 pm
অনেক দেন-দরবার হলো, চললো চিঠি চালাচালি। কিন্তু কোয়ারেন্টিনের সময়সীমা ও স্বাস্থ্য বিধির জটিলতাতেই আটকে রইলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। শেষ পর্যন্ত দিশাই মিললো না, স্থগিত হয়ে গেল সিরিজটি।

অনেক দেন-দরবার হলো, চললো চিঠি চালাচালি। কিন্তু কোয়ারেন্টিনের সময়সীমা ও স্বাস্থ্য বিধির জটিলতাতেই আটকে রইলো বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। শেষ পর্যন্ত দিশাই মিললো না, স্থগিত হয়ে গেল সিরিজটি। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কা তাদের চূড়ান্ত সিদ্ধান্তে যে শর্তের কথা জানিয়েছে, তা মেনে সফর করা সম্ভব নয় বলে মনে করেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান জানান, স্বাস্থ্য বিধির সবই ঠিক আছে। বিসিবির পাঠানো প্রস্তাবের সবই মেনেছে শ্রীলঙ্কা, কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিনই করতে হবে।  

বিসিবি কোনোভাবেই ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে রাজি ছিল না। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ১৪ দিনের কথা বলে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চেষ্টা করেও স্বাস্থ্য মন্ত্রণালয়কে মানাতে পারেনি তারা। যে কারণেই সিরিজটি আলোর মুখ দেখলো না। সিরিজটি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে নতুন করে সূচি তৈরির কথা বলেছে বিসিবি। 

কোয়ারেন্টিনসহ স্বাস্থ্য বিধি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে একটি প্রস্তাব পাঠিয়েছিল বিসিবি। কোয়ারেন্টিনের সময়সীমা ছাড়া বাকি সব বিষয়ে একমত শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু কোয়ারেন্টিনের সময়সীমা কমানোর ব্যাপারটি তাদের হাতে নেই বলে জানিয়েছে। এমন উত্তরের পর বিসিবি জানিয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টিন করে সিরিজ খেলা সম্ভব নয়। 

সোমাবার এক বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'ওরা যে গাইডলাইনটা দিয়েছে, এই গাইডলাইন অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। তারপরে ওদের ক্রিকেট বোর্ড, ক্রীড়া মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছে। আমাদের নূন্যতম চাহিদাটা আমরা পাঠিয়েছিলাম। ওরা একটা ছাড়া বাকি সবগুলোতেই সম্মতি দিয়েছে। কিন্তু যে একটায় দিতে পারেনি, ওটাই আসল। সেটা হচ্ছে ১৪ দিনের যে কোয়ারেন্টিন।'

শ্রীলঙ্কা যে কোয়ারেন্টিনের কথা বলছে, সেটাকে আইসোলেশন মনে হচ্ছে বিসিবি সভাপতির কাছে। তিনি বলেন, 'সাধারণত কোয়ারেন্টিন ও আইসোলেশন দুটি দুই জিনিস হিসেবে আমরা ধরি। যদি হোম কোয়ারেন্টিন ধরি, তাহলে বাসা থেকে বের হতে পারবে না। কিন্তু যদি কোভিড পজিটিভদের ক্ষেত্রে আইসোলেশন যদি ধরি, তাহলে বাসা নয়, ঘর থেকেই সে বের হতে পারবে না। ওদের ওখানে পুরোপুরি আইসোলেশন। যেটাকে ওরা কেয়ারেন্টাইন বলছে।'

অন্যান্য দেশের কোয়ারেন্টিনের সঙ্গে তুলনা করে নাজমুল হাসান আরও বলেন, 'অন্য জায়গায় যে কোয়ারেন্টিন, তার সঙ্গে এটার অনেক পার্থক্য, পুরোদস্তুর আইসোলেশন। ওই আইসোলেশনে কোনোভাবেই ঘর  থেকে বের হওয়া সম্ভব নয়।'

এভাবে কোয়ারেন্টিন করলে ক্রিকেটারদের ফিটনেসে প্রভাব পড়বে। এ ছাড়া ক্রিকেটাররা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়তে পারেন বলে মনে করেন তিনি, 'এই অবস্থায় ১৪ দিন আইসোলেশনে থাকলে ফিটনেস তো পরে, মানসিক যে দুরবস্থার সৃষ্টি হবে, ওটা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে। এই অবস্থায় খেলা সম্ভব না, এটা আমরা আগেই বলে দিয়েছি।'

অবশ্য শুধু বাংলাদেশ দলের জন্যই নয়, শ্রীলঙ্কাতে এমন নিয়মই জারি রাখা হয়েছে বলে জানান নাজমুল হাসান। বিসিবি সভাপতি বলেন, 'এটা যে শুধু আমাদের জন্য করেছে, তা নয়। যতো পর্যটক যাচ্ছে, সবার জন্যই করেছে। আমরা যেটা বলেছি, ওদের পক্ষে সম্ভব নয়। ওদের দেশে এটাই আইন। ওদের কাছ থেকে গতকালই এটা পেয়েছি। আজ জানিয়ে দিয়েছি যে এই মুহূর্তে সিরিজ খেলা সম্ভব নয়। আমরা তাদেরকে নতুন সূচি তৈরি করতে বলেছি।'

তিনটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। প্রাথমিকভাবে বলা হয়েছিল, আগামী ২৪ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় এই সম্ভাবনা আগেই শেষ হয়ে যায়। গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল, সিরিজটি পিছিয়ে যেতে পারে। অবশেষে অনির্দিষ্টকালের জন্য সিরিজটি স্থগিত হয়ে গেল। আগামীতে কোন সময়ে সিরিজটি আয়োজন করা হবে, এ বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.