স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খেলা

টিবিএস ডেস্ক
22 September, 2021, 10:00 pm
Last modified: 23 September, 2021, 03:39 am
টি-টেন লিগ চলাকালে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে আমিরাত ক্রিকেট বোর্ডের হয়ে এই অভিযোগ এনেছে আইসিসি।

সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুর্নীতিবিরোধী চারটি কোড লঙ্ঘনের অভিযোগ এনেছে। 

টি-টেন লিগ চলাকালে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে আমিরাত ক্রিকেট বোর্ডের হয়ে এই অভিযোগ এনেছে আইসিসি। খবর দ্য গার্ডিয়ানের।

স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্ট এবং ২৭৪টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১২ ও ২০১৬ সালে উইন্ডিজদের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন এই জামাইকান। 

এই ৪০ বছর বয়সীর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি পেমেন্ট, উপহার বা অন্য কোনোভাবে প্রাপ্ত অর্থের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন "যা অংশগ্রহণকারী বা ক্রিকেট খেলাকে অসম্মানিত করতে পারে"। এর বাইরে স্যামুলেয়লস ৭৫০ ডলারেরও বেশি মূল্যের সম্মানীর হিসাব দেখাতে ব্যর্থ হয়েছেন। 

অবশিষ্ট অভিযোগগুলোয় বলা হয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন এবং পরবর্তী তদন্তকে বাধা দেওয়ার বা বিলম্বিত করার চেষ্টা করেছেন। স্যামুয়েলসকে জবাব দেওয়ার জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এ ব্যাপারে এক বিবৃতিতে জানায়, "যদিও সিডব্লিউআই এখনও আইসিসির এই তদন্তের ব্যাপারে বিস্তারিত তথ্য পায়নি, তবে খেলাধুলার মধ্যে এই ধরনের কোনো কার্যকলাপের নিন্দা জানাতে সিডব্লিউআই দৃঢ় প্রতিজ্ঞ, এবং সব ধরণের দুর্নীতি রোধে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। এই তদন্ত যতদিন চলমান থাকবে ততদিন সিডব্লিউআই অভিযোগগুলোর ব্যাপারে আর কোনো মন্তব্য করবে না।"

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.