সাকিব-মুশফিকদের ঈদ শুভেচ্ছা

খেলা

টিবিএস রিপোর্ট
21 July, 2021, 03:15 pm
Last modified: 21 July, 2021, 03:18 pm
জিম্বাবুয়ে থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কঠিন এই সময়ে উদযাপন করলেও সবাই যেন সুরক্ষা নিয়ম মেনে চলেন, সেই আহ্বান সাকিব-তামিমদের।

করোনাভাইরাসের ছোবল থেকে এখনও মুক্তি মেলেনি। নতুন ঢেউয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর মিছিল। এর মাঝেই পালিত হচ্ছে ঈদ-উল-আজহা। আর এই সময়ে জিম্বাবুয়ে সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। কঠিন এই সময়ে উদযাপন করলেও সবাই যেন সুরক্ষা নিয়ম মেনে চলেন, সেই আহ্বান জানিয়েছেন ক্রিকেটাররা।  

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ সেরার পুরস্কার জেতা সাকিব আল হাসান তার পোস্টে লিখেছেন, 'পবিত্র এই ঈদ প্রিয়জনদের সাথে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।'

নিজের একটি ছবি পোস্ট করে বড় একটি লেখা দিয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট খেলে দেশে ফিরে আসা অভিজ্ঞ এই ক্রিকেটার লিখেছেন, 'সবাইকে ঈদ মোবারক। সবার অনেক সুখী এবং আনন্দময় ঈদ কামনা করছি। আমাদের দেশ এখনও মহামারীর সাথে লড়াই করে চলেছে, উদযাপনের সময় সুরক্ষা নিয়ম অনুসরণ নিশ্চিত করুন। আসুন আমরা আমাদের চারপাশে কম সুযোগ পাওয়া মানুষদের প্রতি দয়াবান হই এবং তাদের সাথে আনন্দ ভাগ করে নিই।'

মুশফিক তার পোস্টে আরও লিখেছেন, 'এ ছাড়া, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ যে আমার পিতা-মাতা সুস্থতার পথে। আপনারা যারা তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং আমার বাবা-মায়ের জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এটি আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন, ঈদ মোবারক।'

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের ট্রফি পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানান। পরে আরও একবার শুভেচ্ছা জানান তিনি। দলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, 'বাড়ি থেকে দূরে আছি, দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের পার্থনা। এই ঈদে আপনার সব কিছু নিয়ে আল্লাহর রহমতের সঙ্গে আলিঙ্গন করুন। আপনার প্রার্থনা এবং ত্যাগ কখনও উত্তরহীন থাকবে না।'

জাতীয় দল থেকে লম্বা সময় বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। রাজনীতির পেছনেই বেশি সময় যায় নড়াইল-২ আসনের এই সংসদ সদস্যের। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ঢাকাতেই ঈদ উদযাপন করছেন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।'

সাকিব, তামিম ও তাসকিনের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দলের বাঁহাতি পেসার মুস্তাফিজর রহমান। তিনি লিখেছেন, 'আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। এই মহামারিতে পরিবারের সঙ্গে সবাই নিরাপদে থাকুন। হ্যাঁ, বিশাল জয়ের পর ঈদ এলো।' 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.