সব তারকার একটাই বার্তা, সবাই বাসায় থাকুন 

খেলা

টিবিএস রিপোর্ট
23 March, 2020, 06:30 pm
Last modified: 23 March, 2020, 07:04 pm
প্রাণঘাতী করোনাভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন বিভিন্ন খেলার তারকা খেলোয়াড়রা।
মাশরাফি বিন মুর্তজা, জামাল ভূঁইয়া ও সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- কবি হেলাল হাফিজের লাইন দুটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করেছেন মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগেই ওয়ানডের নেতৃত্ব ছাড়া মাশরাফি লাইন দুটিকে ভিন্নভাবে লিখে সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন। 

বিশেষ করে যুবকদের বাসায় থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক। নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। ছবিটিতে লেখা, 'এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।' 

ছবিটির ক্যাপশনে সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিয়ে মাশরাফি লিখেছেন, 'নিরাপদে থাকুন, বাসায় থাকুন।' কেবল মাশরাফিই নন, করোনাভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন অনেক তারকা খেলোয়াড়ই। সবার বার্তা একটাই, এখন সময় বাসায় থাকার। 

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার ফেসবুজ পেজে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে গল্প আকারে করোনা ভাইরাস সতর্কতায় বাসায় থাকার গুরুত্ব বোঝানো হয়েছে। এরআগে যুক্তরাষ্ট্রে নিজের হোটেলবন্দী হয়ে থাকার খবর জানিয়ে সবাইকে বাসায় থাকার অনুরোধ জানান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান লিখেছেন, 'সংখ্যাটা কিন্ত আর ২৪ নেই, বর্তমানে ২৭ (এখন ৩৩)। সংখ্যাটা রুখে দিতে আমাদেরকে সচেতন হতেই হবে। আমার অনুরোধ জরুরী কাজ না থাকলে বাইরে বের হবেন না। অসুস্থ বোধ করলে আতঙ্কিত হবেন না অথবা বিষয়টি গোপন না করে নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিন। এতে করে আপনি, আপনারই পরিবার সুরক্ষিত থাকবে।'

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে লিখেছেন, 'মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সবার সঙ্গে থাকেন। দয়া করে সবাই বাসায় থাকুন। চলুন এটার বিপক্ষে লড়াই করা যাক।'

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন। টয়লেট রোল জাগল করার চ্যালেঞ্জ জানিয়ে নিজের ফেসবুক পেজে জামাল লিখেছেন, 'বাসায় থাকুন, সুস্থ থাকুন, অ্যাক্টিভ থাকুন।'

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। বাংলাদেশে ইতোমধ্যে ৩৩জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.