শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে বোলারদের কঠিন দিন
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের মধ্যে খেলা দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দারুণ কেটেছে ব্যাটসম্যানদের। ওয়ানডে স্টাইলে খেলে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
রান পেয়েছেন নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও। এমন দিনে কঠিন সময় গেছে বোলারদের। সবুজ দলের বোলাররা মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। লাল দলের বাকি ব্যাটসম্যানরা স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন।
কাতুনায়েকের সিএমসিসি গ্রাউন্ডে শনিবার ৭৯.২ ওভার খেলে বাংলাদেশ লাল দল ৬ উইকেটে ৩১৪ রান তোলে। দিনের শেষভাগে একটি উইকেট পান শুভাগত হোম। সবুজ দলের এই স্পিনার ফেরান লাল দলের আরেক স্পিনার তাইজুল ইসলামকে। এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নাঈম হাসান উইকেট পাননি।
লাল দলের অধিনায়ক তামিম ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে গেছেন। তার ব্যাটে মধ্যাহ্নভোজের আগেই ১০০ রান পেয়ে যায় লাল দল। ৫৩ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তামিম। নাজমুল হোসেন শান্ত অবশ্য ধীর-স্থির ব্যাটিং করেছেন। ১১১ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে ব্যাটিং ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সাইফ হাসানও টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন। ৯৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে ব্যাটিং ছাড়েন ডানহাতি এই ওপেনার। মুশফিকুর রহিম দ্রুত রান তুলেছেন। অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৮২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৬ রান করেন স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
রান পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৮ রান করে ব্যাটিং ছাড়েন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৪ রানে। শুভাগত ১১.২ ওভারে ৪৬ রান খরচায় একটি উইকেট নেন। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। ১০ ওভারে ২৪ রান খরচা করেন এবাদত। ১১ ওভারে শরিফুলের শিকার ২৯ রান। বাকি বোলাররা বল হাতে খরুচে ছিলেন।