শেষ বিশ্বকাপ কি খেলে ফেলেছেন রোনালদো?
সর্বশেষ দুই ইউরো চ্যাম্পিয়ন, ইতালি ও পর্তুগালের মধ্যে অন্তত একটি দলকে দেখা যাবে না ২০২২ কাতার বিশ্বকাপে। ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাইলে রবার্তো মানচিনির ইতালির বাধা পেরোতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দলকে।
গতকাল শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের ড্রতে একই গ্রুপে পড়েছে ইতালি ও পর্তুগাল।
বাছাইপর্বের ১০টি গ্রুপের সব রানার আপ দলগুলোসহ মোট ১২টি দলকে তিনটি প্লেঅফ গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক গ্রুপের চার দলের মধ্যে দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। তিন গ্রুপের তিন ফাইনাল বিজয়ীর হাতে উঠবে কাতারের টিকিট।
প্লেঅফ ড্র- ইউরোপ
গ্রুপ এ
সেমিফাইনাল ১: স্কটল্যান্ড বনাম ইউক্রেন
সেমি-ফাইনাল ২: ওয়েলস বনাম অস্ট্রিয়া
গ্রুপ বি
সেমিফাইনাল ৩: রাশিয়া বনাম পোল্যান্ড
সেমিফাইনাল ৪: সুইডেন বনাম চেক প্রজাতন্ত্র
গ্রুপ ডি
সেমিফাইনাল ৫: ইতালি বনাম উত্তর মেসিডোনিয়া
সেমিফাইনাল ৬: পর্তুগাল বনাম তুরস্ক
এবছরই ইউরো জেতা ইতালি ঘরের মাঠের সেমিফাইনালে মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়ার, আর পর্তুগাল মুখোমুখি হবে তুরস্কের। দুই দলই তাদের সেমিফাইনালে জিতলে সর্বশেষ বিশ্বকাপ স্পটের জন্য এক ফাইনালে মুখোমুখি হবে তারা। এক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হবে পর্তুগালের মাঠে।
ড্রয়ের পর ইতালি কোচ রবার্তো মানচিনি বলেন, "(ড্র) এরচেয়ে ভালো হতে পারত, অবশ্যই। সম্ভব হলে আমরা আনন্দের সাথেই পর্তুগালকে এড়িয়ে যেতাম, তারাও নিশ্চয়ই চেয়েছিল আমাদের এড়িয়ে যেতে।"
এবারও বিশ্বকাপে পৌঁছাতে ব্যর্থ হলে তা ইতালির জন্য বড়সড় একটি ধাক্কা হয়ে আসবে। চারবারের বিশ্বকাপজয়ীরা গত বিশ্বকাপেও খেলতে পারেনি। বিগত ৬০ বছরে সেবারই প্রথম বিশ্বকাপে জায়গা পায়নি আজ্জুরিরা।
আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন বিবেচিত রোনালদোর জন্য সোনালি শিরোপাটিতে হাত রাখার সর্বশেষ সুযোগ কাতার বিশ্বকাপই। তাই আগামী বছর ৩৭-এ পা রাখতে যাওয়া এই পর্তুগিজের জন্য প্লেঅফ ম্যাচগুলোর গুরুত্ব অন্য যেকোনো ফুটবলারের চেয়েই হয়তো বেশি।
এদিকে ৬৪ বছরে প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছানোর স্বপ্ন দেখা ওয়েলস স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়েছে। ১৯৯৮ সালের পর থেকে স্কটল্যান্ডও পায়নি বিশ্বকাপের স্বাদ।
বয়স্ক ওয়েলস ভক্তদের জন্য স্কটল্যান্ড এখনও এক বিভীষিকার নাম। ১৯৭৭ বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল এই দুই দল। লিভারপুলের অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে স্কটিশরা এগিয়ে যায় এক পেনাল্টিতে। হ্যান্ডবলের জন্য ওয়েলসের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হলেও রিপ্লেতে দেখা যায় স্কটল্যান্ড স্ট্রাইকার জো জর্ডান করেছিলেন সেই হ্যান্ডবল।
২-০তে ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট কাটে স্কটল্যান্ড।
প্লেঅফের সেমিফাইনাল ও ফাইনালগুলো খেলা হবে মার্চের ২৪ থেকে ২৯ তারিখের মধ্যে।