লা লিগা প্রধানের ‘কটুকথা’র কড়া জবাব দিলো পিএসজি 

খেলা

টিবিএস ডেস্ক
09 September, 2021, 03:15 pm
Last modified: 09 September, 2021, 03:20 pm
"এই খেলোয়াড়দের বয়স সম্পর্কে করা আপনার মন্তব্য শুধু ফুটবলে তাদের অতীত এবং বর্তমান ভূমিকাকেই অপমানিত করেনি, সাথে সাথে অপমানিত করেছে বিশ্বজুড়ে তাদেরকে অনুসরণ করা লক্ষ লক্ষ ভক্তদেরকেও।

মাত্রাতিরিক্ত ব্যয় ও বয়স্ক ফুটবলারদের দলে ভেড়ানো নিয়ে পিএসজিকে কটাক্ষ করেছিলেন লা লিগা প্রধান হাভিয়ের তেবাস।

এর জবাবে এবার পিএসজির জেনারেল সেক্রেটারি ভিক্টোরিয়ানো মেলেরো বলেছেন, লা লিগার "অব্যবস্থাপনা" ও ঋণ সংকট নিয়ে আগে মাথা ঘামানো উচিত তেবাসের।

লিওনেল মেসি এবং সার্জিও রামোসের মতো খেলোয়াড়দের বয়স নিয়ে করা তেবাসের মন্তব্যকেও "অসম্মানজনক" ও "অপমানজনক" বলে আখ্যায়িত করেন মেলেরো।

কাতার কর্তৃক নিয়ন্ত্রিত পিএসজিকে একটি 'রাষ্ট্রীয় দল' হিসেবেও আখ্যায়িত করেছিলেন তেবাস।

মেলেরো বলেন, "দিনের পর দিন ধরে প্রকাশ্যে ফরাসি লিগ, আমাদের ক্লাব, আমাদের খেলোয়াড়দের নিয়ে কটুকথা বলার অনুমতি দিয়ে যাচ্ছি আমরা। ফুটবলের আর্থিক বিধিবিধান মেনে চলি না আমরা, এরকম অবমাননাকর এবং মানহানিকর কথাবার্তাও ক্রমাগত বলে যেতে দিয়েছি।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেবাস বলেছিলেন, পিএসজি ইউরোপিয়ান সুপার লিগের মতোই "বিপজ্জনক"। এরপর ফরাসি দলটির দলবদল প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "কিছু খেলোয়াড়দের বয়স দেখে মনে হচ্ছে পিএসজি লিগ অব লেজেন্ডসে খেলবে।"

লা লিগার শীর্ষস্থানীয় দুই দল, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই অধিনায়ক মেসি (৩৪) ও রামোস (৩৫) এই গ্রীষ্মে বিনামূল্যে পিএসজিতে যোগ দিয়েছেন।

তেবাসকে উদ্দেশ্য করে লেখা এক বিবৃতিতে মেলেরো বলেন, "এটা আপনার নজর এড়াবে না যে আমরা উয়েফা এবং ফরাসি লিগের নিয়মনীতি মেনে চলি। আর শক্তিশালী আর্থিক বিধি প্রণয়নের জন্য আপনার লিগের মতো এতোকাল অপেক্ষা করেনি ফরাসি লিগ"।

"এটা সবাই জানে যে চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য আপনার লিগ ও কয়েকটি স্প্যানিশ ক্লাব এখন কী পরিমাণ ঋণ সংকটের মধ্যে আছে। আর গত দশকে রাষ্ট্রীয় অর্থসহ আরও কী কী উপায়ে স্প্যানিশ ফুটবলকে অর্থায়ন করা হয়েছে, সে প্রসঙ্গ না-ই তুললাম"।

"এখন আবার আপনি সরাসরি এবং নির্লজ্জভাবে আমাদের খেলোয়াড়দের উপর আক্রমণ করছেন। এই খেলোয়াড়দের বয়স সম্পর্কে করা আপনার মন্তব্য শুধু ফুটবলে তাদের অতীত এবং বর্তমান ভূমিকাকেই অপমানিত করেনি, সাথে সাথে অপমানিত করেছে বিশ্বজুড়ে তাদেরকে অনুসরণ করা লক্ষ লক্ষ ভক্তদেরকেও।

"আপনার লিগের দুই ক্লাব- রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যেখানে লিগ এবং সামগ্রিকভাবে ইউরোপীয় ফুটবলের কাঠামোকে ভেঙ্গে দেওয়ার পায়তারা করছে, সেখানে তাদের দিকে কীভাবে মনোযোগ দিচ্ছেন না, সেটা বুঝতে পারছি না আমি।

আমরা আশা করবো আপনি নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের দিকে মনোনিবেশ করবেন, এবং বারবার মানুষের মনোযোগ সরানোর চেষ্টা করা বন্ধ করবেন।"

এদিকে ফরাসি লিগ (এলএফপি) কর্তৃপক্ষও এক বিবৃতিতে তেবাসকে নিজের লিগের সমস্যাগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তেবাসকে 'বুঝেশুনে' কথা বলার আহ্বান জানিয়ে এলএফপি বলেছে, তেবাস যেসব 'গর্হিত মন্তব্য' করেছেন তা 'এরকম এক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারীর মুখে মানায় না'।

  • সূত্র- বিবিসি 

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.